Monday, January 12, 2026

আড়িপাতা হয়েছে তাঁর ফোনেও, সুদীপের কাছে সন্দেহ প্রকাশ মমতার

Date:

Share post:

অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সন্দেহ প্রকাশ করেছিলেন তাঁর ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় সরকার। যদিও সেই সন্দেহ তখন খুব একটা গুরুত্ব পায়নি। সম্প্রতি পেগাসাস(Pegasus) রিপোর্টকে কেন্দ্র করে যখন জাতীয় রাজনীতি রীতিমতো উত্তাল, সেই সময় আরও একবার সে কথাই লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Bandyopadhyay) বলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তাঁর সঙ্গে ফোনে কথা বলার সময় সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি। মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে এই খবরই প্রকাশ্যে আনলেন তৃণমূল সাংসদ(TMC MP) সুদীপ বন্দ্যোপাধ্যায়।

পেগাসাস রিপোর্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরের পাশাপাশি অন্তত ৩০০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনে আড়ি পেতেছে সরকার। অভিযোগ এমনটাই। এহেন পরিস্থিতির মাঝেই মঙ্গলবার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সন্দিহান। গতকাল আমার সঙ্গে কথা হয়েছে ওনার। উনি জানিয়েছেন, আমার ফোনও বহুদিন ধরে ট্যাপ হচ্ছে। সেজন্য ওঁর সঙ্গে ফোনে কথা বলার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করার কথা জানিয়েছেন আমাদের। আমরা সেটা অনুসরণ করছি।’ তবে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপের বিষয়টি এভাবে প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন:এ বার জনসংখ্যা নিয়ন্ত্রণে অসম সরকারের ‘পপুলেশন আর্মি ‘

এদিকে পেগাসাস ইস্যুতে তৃণমূল যে সরকারকে মোটেও ছেড়ে কথা বলবে না মঙ্গলবারই সে কথা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এদিন তিনি বলেন, “কোটি কোটি টাকা খরচ করে বিরোধীদের গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে। জাতীয় নিরাপত্তার জন্য এটি খুবই উদ্বেগের বিষয়। এই নিয়ে কোনওরকম আপস করা উচিত হবে না।” তৃণমূল সাংসদের স্পষ্ট বক্তব্য, “যতক্ষণ পর্যন্ত পেগাসাস নিয়ে কেন্দ্র আলোচনা করছে এবং যথাযথ উত্তর দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সংসদের উভয় কক্ষ অচল রাখব।”

 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...