Sunday, August 24, 2025

রাজের পর্ন সাইটে অভিনয় করে কোটি টাকা রোজগার অভিনেত্রী শার্লিন এবং পুনমের 

Date:

রাজ কুন্দ্রার (Raj kundra) পর্ণো দুনিয়ার (porn website) তদন্ত করতে গিয়ে রীতিমতো তাজ্জব মুম্বই পুলিশ। রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পরই দুই পর্ন স্টার শার্লিন চোপড়া (porn star sherlin chopra)এবং পুনম পান্ডে (punam pandey) প্রকাশ্যে অভিযোগ করেছেন যে রাজ নাকি তাদের বাধ্য করেছেন এই পথে আসতে। কিন্তু তদন্ত করতে নেমে মুম্বই পুলিশ জানতে পেরেছে রাজের অ্যাডাল্ট ভিডিও (adalt video) থেকে প্রচুর টাকা রোজগার করেছেন দুই অভিনেত্রী। এক একটি প্রজেক্টে কাজের জন্য রাজের কাছ থেকে ৩০ লক্ষ টাকা পেতেন শার্লিন চোপড়া। এমন ১৫ থেকে ২০টি প্রজেক্টে কাজ করেছিলেন তিনি। প্রায় একই অঙ্কের টাকা পেতেন পুনম পাণ্ডেও। বলিউডে কান পাতলেই শোনা যায় যে এই দুই অভিনেত্রী রাজের অ্যাডাল্ট ভিডিওতে কাজ করে কোটি কোটি টাকা রোজগার করেছেন।

তবে শুধু রাজ কুন্দ্রাই নন, আরও কয়েকজন এই পর্ন কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে (Mumbai Police) চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই কুন্দ্রার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। সেইসব অভিযোগের ভিত্তিতে সোমবার রাজ কুন্দ্রা কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তারপরই রাতের দিকে গ্রেফতার করা হয়। পুলিশ তদন্তে জানতে পেরেছে, দেশে তৈরি একাধিক অ্যাপের মাধ্যমে পর্ন কনটেন্টগুলি তৈরি করা হত। তারপর তা বিদেশের এক ওটি টি ( OTT) প্ল্যাটফর্মে আপলোড করা হত। সাতদিন পর নাকি সেগুলি আপনা থেকেই ডিলিট হয়ে যেত। শার্লিন চোপড়া ও পুনম পান্ডে ছাড়াও এই কাজে উঠতি অভিনেত্রী-মডেলদেরও কাজে লাগানো হতো। প্রতিটি প্রজেক্টের জন্য অভিনেত্রীদের প্রায় ২ থেকে২.৫০ লক্ষ টাকা দেওয়া হত। এই পর্ন সাইটে রাজ কুন্দ্রা ৮ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বলেও জানা গিয়েছে।

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version