Friday, November 7, 2025

এসপি-কে হুমকির জের: শুভেন্দুর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের

Date:

পূর্ব মেদিনীপুরের এসপি অমরনাথ কে (Amarnath K) কাশ্মীরে বদলির হুমকির জেরে বেকায়দায় বিজপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বিরুদ্ধে তমলুক থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ।

সোমবার, পূর্ব মেদিনীপুরের ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে তমলুকের নিমতৌড়ির এসপি অফিসের সামনে সভা করেন শুভেন্দু। ছিলেন জেলার বাকি বিজেপি বিধায়করাও। সেই সভা মঞ্চ থেকে শুভেন্দু বলেন, “এখানে এসপি হয়ে এসেছেন বাচ্চা ছেলে মিস্টার অমরনাথ। কী করছেন, কাকে ডাকছেন, সব জানি। আমি অনেক পুরনো খেলোয়াড়। শুধু বলে গেলাম, আপনি সেন্ট্রাল ক্যাডারের অফিসার। এমন কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগে ডিউটি করতে হয়”।

এখানেই শেষ নয়, জেলার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নাম ধরে ধরে আক্রমণ করেন শুভেন্দু। এমনকী, সিবিআই তদন্তেরও হুঁশিয়ারি দেন তিনি।

এর জেরেই তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ। পুলিশ সুপার অমরনাথ বলেন, সরকারি আধিকারিককে হুমকি দেওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন:পেগাসাস ব্যবহার করে মৌলিক অধিকার খর্ব!অবস্থান-বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের

এই বিষয়ে শুভেন্দুর গ্রেফতার দাবি তুলল তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, সিবিআই দিয়ে তদন্ত করবেন বলে হুমকি দিচ্ছেন তিনি। তাঁর গ্রেফতারের দাবি করেন কুণাল ঘোষ।

পাশাপাশি, ফোনে আড়িপাতা কাণ্ড নিয়েও তীব্র আক্রমণ করেন কুণাল। তিনি বলেন, শুভেন্দু অধিকারী নিজেই দাবি করেছেন, তাঁর কাছে তৃণমূল নেতার (অভিষেক বন্দ্যোপাধ্যায়) ফোন কলের রেকর্ড রয়েছে। তিনি বলেন, “এটা ফোনে আড়ি পাতার প্রমাণ“। অবিলম্বে ওকে গ্রেফতার করে তদন্ত শুরু করার দাবি জানান তিনি।

তবে, পুলিশ তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করায় শুভেন্দু বেশ চাপে বলে মত রাজনৈতিক মহলের।

 

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version