Wednesday, August 27, 2025

প্রকাশিত হল মাধ্যমিকের ফল। ৬৯৬ নম্বর পেয়ে মালদায় প্রথম হয়েছে শুভদীপ কুণ্ডু। উল্লেখ্য এবছর করোনার জেরে পরীক্ষা বাতিল হওয়ায় ছাত্র-ছাত্রীদের পারফরম্যান্সের ভিত্তিতে নম্বর দেওয়া হয়। গোটা রাজ্যের পাশাপাশি মালদহতেও একই নিয়মে প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট। ৬৯৬ নম্বর পেয়ে মালদার সম্ভবত প্রথম শুভদীপ কুণ্ডু। সে ললিত মোহন হাই স্কুলের ছাত্র। বড় হয়ে চিকিৎসক হতে চায় শুভদীপ। ছয়জন শিক্ষক ছিল তার। শখ বলতে সিনেমা দেখা। এদিকে শুভদীপের এত ভালো রেজাল্টে খুশি তার পরিবার।

এদিন সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে এবছরের মাধ্যমিকের ফল প্রকাশ হতেই বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের হাতে অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়ার কাজ শুরু হয়ে গেল জলপাইগুড়ি‌তে। ফল ঘোষণার পরপরই বিভিন্ন স্কুল গুলোতে মার্কশিট দিয়ে দেওয়া হবে।

 

জলপাইগুড়ি‌র আনন্দ মডেল বিদ্যালয় থেকে এবার জেলার সমস্ত স্কুলের অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট বন্টন করা হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থা‌র মধ‍্য দিয়ে জেলার ২০০-র বেশি স্কুল কর্তৃপক্ষের হাতে সমস্ত প‍্যাকেট তুলে দেওয়া হয়। দুপুরের আগে থেকেই ছাত্র‌ছাত্রীদের অভিভাবকদের হাতে অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়ার ব‍্যবস্থা করে স্কুল‌গুলো।

করোনা পরিস্থিতির জন্য এবছর মাধ্যমিক পরীক্ষা না হ‌ওয়া‌য় সমস্ত ছাত্রছাত্রীকেই মাধ্যমিকে উত্তীর্ণ করা হয়। রাজ্যে এবারের মাধ্যমিক পরিক্ষার্থী ১২ লক্ষ, পাশের হার ১০০ শতাং, তাছাড়াও কোনো পরিক্ষার্থী নম্বরে অসন্তোষ মনে হলে পরিক্ষার বসারও সুযোগের ব্যবস্থা করা হবে বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version