বিমানে কলকাতায় এলে করোনা টিকার ২ টি ডোজ অথবা RT-PCR নেগেটিভ রিপোর্ট জরুরি

করোনা-মুক্ত করতে নয়া পদক্ষেপ রাজ্যের। বিমানে কলকাতায় এলে এ বার করোনা টিকার ২ টি ডোজ নেওয়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার। অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে দেওয়া একটি চিঠিতে এমনই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা। শীঘ্রই এই নির্দেশ কার্যকর করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।

আরও পড়ুন-ফোনে-চরের বিরুদ্ধে সংসদে গান্ধীমূর্তির সামনে তৃণমূলের বিক্ষোভ

চিঠিতে আরও বলা হয়েছে, যদি কেউ কোভিড টিকার একটি ডোজ নিয়ে থাকেন, বা টিকার কোনও ডোজ নাও নিয়ে থাকেন, তাঁদের ক্ষেত্রে বিমানে সফর করার আগে করোনা পরীক্ষা করাতে হবে। কমপক্ষে ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে যাত্রীকে। তবে প্রবেশ করা যাবে কলকাতায়।