আজ কাউন্টি চ্যাম্পিয়নশিপের নির্বাচিত একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচ খেলতে নামছে বিরাট বাহিনী

মঙ্গলবার ডারহামের এমিরেটস রিভারসাইড মাঠে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল( India team)। প্রতিপক্ষ কাউন্টি চ্যাম্পিয়নশিপের নির্বাচিত একাদশ। ৪ আগস্ট ইংল‍্যান্ডের ( England )বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বিরাট কোহলির দল( virat kohli)। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে এই ম‍্যাচ খেলতে নামছেন তাঁরা।

কাউন্টি একাদশের হয়ে নেতৃত্ব দেবেন ওয়ারউইকশায়ারের অধিনায়ক উইল রোডস। ১৪ সদস্যের এই কাউন্টি দলে থাকবেন বিভিন্ন দেশের খেলোয়াড়রা, যার মধ্যে রয়েছেন সদ্য ইংল্যান্ডের হয়ে অভিষেক করা জেমস ব্রেসি ও ২০১৬ সালে ভারতের বিরুদ্ধে অভিষেক ক্রয়া হাসিব হামিদ।

জানা গিয়েছে, এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। ভারতীয় সময় বিকেল সাড়ে চারটের সময় ডারহাম ক্রিকেটের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে এই লাইভ ম্যাচ।

এদিকে ঋষভ পন্থ ও ঋদ্ধিমান সাহা কোয়ারেন্টাইনে থাকায় উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন কে এল রাহুল। এছাড়া শুভমন গিলের চোটের কারণে রোহিত শর্মার সঙ্গে সম্ভবত ওপেন করবেন মায়াঙ্ক আগরওয়াল।

আরও পড়ুন:বাংলা দলে মন্ত্রী মনোজ তিওয়ারি