Thursday, August 21, 2025

ভেঙ্কটেশের ব্যর্থতার কারণ দর্শালেন প্রাক্তন ভারতীয় পেসার

Date:

পাঁচ ম্যাচে হার। শনিবার ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। সেই ম্যাচে নামার আগেই ভেঙ্কটেশ আইয়ারকে(Venkatesh Iyer) নিয়ে বিশেষ বার্তা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরপি সিংয়ের(RP Singh)। এবারের কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে দামী ক্রিকেটারের ট্যাগ রয়েছে ভেঙ্কটেশের গায়ে। আর সেটাই তাঁর ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হিসাবে দেখছেন এই প্রাক্তন ভারতীয় পেসার। ভেঙ্কটেশকে(Venkatesh Iyer) কয়েকটি ম্যাচের জন্য দলে না রাখারও পরামর্শ দিচ্ছেন আরপি সিং।

এবারের নিলাম থেকে ভেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কিন্তু গতবারের পারফরম্যান্সের ঝলক দেখা যাচ্ছে না তাঁর থেকে। বরং প্রতি ম্যাচেই ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে যাচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার(Venkatesh Iyer)। আরপি সিংয়ের(RP Singh) মতে এবার যে দাম পেয়েছেন ভেঙ্কটেশ, সেটাই নাকি তাঁর ওপর বাড়তি চাপ হচ্ছে। আর সেই প্রভাবটাই পড়ছে এই ক্রিকেটারের ওপর। পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে ভেঙ্কটেশকে না খেলানোরই বার্তা দিচ্ছেন আরপি সিং।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এই প্রশ্নটা সত্যিই খুব কঠিন। কারণ কোনও ক্রিকেটারকে যখন এমন একটা বিরাট অঙ্কের টাকা দিয়ে নেওয়া হচ্ছে সেই সময় তাঁর মধ্যে একটা মনোভাব কাজ করতেই পারে যে হয় তিনি দলের প্রধান ক্রিকেটার কিংবা তাঁকে অধিনায়ক হিসাবে ভাবা হচ্ছে। কিন্তু এখানে তেমনটা কিছুই হয়নি। আমার মনে হচ্ছে নিলামের সময় কেকেআরের তরফ থেকে কোনওরকম মিস জাজমেন্ট হয়েছে”।

এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৮টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। প্রতি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার(Venkatesh Iyer)। সেখানেই ৮ ম্যাচ খেলে ভেঙ্কটেশ আইয়ারের রান মাত্র ১৩৫। সেইসঙ্গে তাঁর স্ট্রাইকরেট রয়েছে ১৩৯ এবং গড় ২২.৫। পঞ্জাবের বিরুদ্ধে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই কেকেআরের। সেখানেই ভেঙ্কটেশ আইয়ারও ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version