Tuesday, November 4, 2025

গলা কাটব! ব্রিটেন পাক হাইকমিশন থেকে বিক্ষোভকারীদের ইঙ্গিত সেনা উপদেষ্টার

Date:

উস্কানির রাজনীতি থেকে কোনও দিকেই সরতে পারছে না পাকিস্তান। পহেলগাম হামলা (Pahalgam attack) পরবর্তীতে ভারতীয়দের প্রতিবাদে নিজেদের সমব্যথী দাবি করেও গলা কাটার উস্কানি ব্রিটেনের পাক হাই কমিশনের সেনা উপদেষ্টার। হাতে ফ্লাইট লেফটেন্যান্ট অভিনন্দন বর্তমানের (Abhinandan Bartaman) ছবি। সেই ঘটনা যে পাকিস্তানের (Pakistan) ভিতরে কতটা ভয়ের কারণ, তা পাক কূটনীতিদের কার্যকলাপেই স্পষ্ট।

বিশ্বের বিভিন্ন জায়গায় ভারতীয়রা পাকিস্তানের দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখান শনিবার থেকেই। ব্রিটেনে পাক হাই কমিশনার (Pakistan High Commissioner) দফতরে বিক্ষোভ দেখান ভারতীয়রা। প্রাথমিকভাবে দূতাবাসের কর্মীরা বড় হোর্ডিং দেখান যেখানে ভারত অধিকৃত পাকিস্তানে নির্যাতনের বিরোধিতা করা হয়। সেই সঙ্গে নিন্দা করা হয় পহেলগামে জঙ্গি হামলার। কিন্তু বিক্ষোভ দীর্ঘক্ষণ চলাতেই ধৈর্যের বাঁধ ভাঙে পাক কূটনীতিকদের। পাক সেনা উপদেষ্টা তৈমুর রাহাতকে (Taimoor Rahat) দেখা যায় কফির কাপ হাতে বেরিয়ে এসে পাকিস্তান মুর্দাবাদ ধ্বনির পাল্টা হুমকি দিতে থাকেন। ভারতকে পাল্টা প্রতিক্রিয়ারও হুমকি দেন। এরপরই ভারতের ফ্লাইট লেফটেন্যান্ট অভিনন্দন বর্তমানের (Abhinandan Vartaman) ছবি হাতে বেরিয়ে আসেন।

পহেলগাম পরবর্তী ভারতের অবস্থানে বেকায়দায় পাকিস্তান। ঝুলি থেকে বিড়াল বেরোনোর মতো জঙ্গি মদত মেনে নিচ্ছে পাকিস্তান। ভারতের মনোভাব আপাতত নরম হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাই এখন কেবল হম্বিতম্বিই সার পাক আধিকারিকদের। অভিনন্দন বর্তমানের (Abhinandan Vartaman) ছবি হাতে নিয়ে গলা কাটার ভঙ্গিমা করেন পাক সেনা উপদেষ্টা তৈমুর রাহাত (Taimoor Rahat)। রীতিমত হামলাকারীদের দিকে আঙুল তুলে ইঙ্গিত করার চেষ্টা করেন বিক্ষোভ করলেই গলা কাটা হবে। তবে সেক্ষেত্রে হাতে অভিনন্দন বর্তমানের ছবি কেন তাঁর হাতে তা নিয়ে উঠেছে প্রশ্ন।

২০১৯ সালে পাক সেনার হাতে অভিনন্দন বর্তমানের বন্দি হওয়ার ছবি সম্প্রতি পহেলগাম হামলার পরে বিভিন্ন জঙ্গি সংগঠনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। রাজনীতিকদের অনুমান যাতে ভারত পুলওয়ামা (Pulwama attack) পরবর্তী হামলা পাকিস্তানের মাটিতে না চালায়, তা সতর্ক করতে হুমকির রাজনীতির পথে পাকিস্তান। অন্য ক্ষেত্রে রাজনীতিকদের দাবি, যেভাবে ভারতের তরফ থেকে সাঁড়াশি চাপে রাখা হয়েছে পাকিস্তানকে, সেই সঙ্গে গোটা বিশ্ব থেকে পাকিস্তানে জঙ্গি মদতের যে সমালোচনা উঠে এসেছে, তাতে গুটিয়ে গিয়েছে পাকিস্তান। অভিনন্দন বর্তমানের ছবি তৈমুর রাহাত যেভাবে হাই কমিশনের ঘর থেকে বের করে আনেন তাতে স্পষ্ট, হাই কমিশনে এখন ভারতের ফ্লাইট লেফটেন্যান্টের ছবিও রাখা থাকে, যা পাকিস্তানের ভয়ের ছবিটাই স্পষ্ট করে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version