Friday, August 22, 2025

ঘরের মাঠে পঞ্জাব কিংসের(PBKS) বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই শ্রেয়স আইয়ারদের(Shreyas Iyer) বিরুদ্ধে ম্যাচ। কিন্তু তার আগে নাইট শিবিরে এখন সবচেয়ে মাথা ব্যথা তাদের ওপেনিং(Opening Partnership) জুটি নিয়ে। আট ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও পর্যন্ত সিক ওপেনিং কম্বিনেশন খুঁজে পায়নি নাইট শিবির। এছাড়াও চলতি আইপিএলে(IPL_ কলকাতা নাইট রাইডার্স(KKR) একমাত্র দল যাদের ওপেনিংয়ে জুটি ৫০ রানের পার্টনারশিপ করতে পারেনি। সেইসঙ্গে পাওয়ার প্লেতেও সেভাবে সফল নয় তারা। পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে সেই জায়গাটাই যে নাইট শিবিরকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

এখনও পর্যন্ত আটটি ম্যাচের মধ্যে মাত্র তিনটে ম্যাচে জয় পেয়েছে কেকেআর(KKR)। পাঁচটিতে হেরেছে তারা। প্লেঅফের আশা জিইয়ে রাখতে হলে ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে। সেখানেই ওপেনিং পার্টনারশিপের ব্যর্থতাটা যে তাদের বেশি ভাবাবে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে সেদিকেই বিশেষ নজর কলকাতা নাইট রাইডার্সের।

এখনও পর্যন্ত চলতি মরসুমে তিনটি ওপেনিং জুটি দেখিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু একটাতেও সেভাবে সাফল্য আসেনি। কুইন্টন ডিকক(Quinton De Kock) এবং সুনীল নারিনই(Sunil Narine) এই মুহূর্তে নাইট রাইডার্সের(KKR) হয়ে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ তৈরি করেছে চলতি মরসুমে। তারা ৪৬ রানের পার্টনারশিপ করেছিল। নারিনের অনুপস্থিতিতে কুইন্টন ডিককের(Quinton De Kock) সঙ্গে মোঈন আলিকেও(Moeen Ali) খেলানো হয়েছিল ওপেনিং। কিন্তু সেখানেও ব্যর্থতাই এসেছিল নাইট শিবিরে। পাওয়ার প্লেতেও বড় রান তুলতে ব্যর্থ হয়েছিল কলকাতা নাইট রাইডার্স(KKR)।

এরপর কুইন্টন ডিকক-কে বসিয়ে নারিনের সঙ্গে রহমনুল্লা গুরবাজকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই ম্যাচে রহমনুল্লা গুরবাজ মাত্র ১ রানেই ফিরেছিলেন সাজঘরে। এমন পরিস্থিতিতে নাইট শিবিরের চিন্তাটা বাড়াই স্বাভাবিক।

প্রতিটি দলেরই ওপেনিং পার্টনারশিপটা এবার পার্থক্য গড়ে দিচ্ছে। সেইসঙ্গে পাওয়ার প্লে-তে বড় রানও করছে তারা। কিন্তু নাইট রাইডার্স(KKR) পারছে না। আর পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে এই জায়গাটা যে নাইট শিবিরের চিন্তা বেশ বাড়াচ্ছে তা বলাই যায়।

এই মুহূর্তে নাইট রাইডার্সের একমাত্র সফল ব্যাটার হিসাবে খেলছেন অধিনায়ত অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। ওপেনিংয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পঞ্জাবের বিরুদ্ধে ওপেনার হিসাবে রাহানেকে(Ajinkya Rahane) খেলানোর পরিকল্পনা আছে কিনা তার ইঙ্গিত অবশ্য নেই। কিন্তু এই খারাপ পরিস্থিতি থেকে বেড়িয়ে আসতে এই একটা অপশন এই মুহূর্তে খোলা রয়েছে নাইট রাইডার্সের সামনে।

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version