Saturday, November 1, 2025

হায়দরাবাদের কাছে হারের পরই হতাশ ধোনি, প্রশ্ন তুললেন ব্যাটারদের নিয়ে

Date:

ঘরের মাঠে সানরাাইজার্স হায়দরাবাদের(SRH) কাছে হার। এরপরই প্লেঅফের আশা অনেকটাই শেষ হয়ে গিয়েছে চেন্নাই সুপাক কিংসের। মাঝপথে ধোনিকে(MS Dhoni) অধিনায়ক করে চমক দিলেও শেষরক্ষা হয়নি চেন্নাই সুপার কিংসের(CSK)। হায়দরাবাদের কাছে হারের পরই বেশ নিদের ক্ষোভ উগড়ে দিলেন এমএস ধোনি(MS Dhoni)। সেইসঙ্গে তুলে দিলেন বেশ কিছু প্রশ্নও। বিশেষ চেন্নাইয়ের এবারের দল নিয়েই প্রশ্ন তুললেন তিনি। এছাড়া ব্যাটারদের ব্যর্থতাতো রয়েছেই।

সানরাইজার্স হায়দরাবাদের(SRH) বিরুদ্ধেই শুরু শুধু নয়। এবার বেশিরভাগ দলের বিরুদ্ধেই খারাপ ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছে চেন্নাই সুপার কিংস। হায়দরাবাদের বিরুদ্ধেও কোনওরকম ১৫৪ রান করেছিল চেন্নাই সুপার কিংস(CSK)। তাও মাঝপথে ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) যোগ দেওয়ার পর খানিকটা উন্নতি হয়েছে। কিন্তু জয়ের জন্য তা পর্যাপ্ত নয়। এমনকি শেষ মুহূর্তে ব্যাটিং করতে নেমে এমএস ধোনিও সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারছেন না। হায়দরাবাদের কাছে হারের পরই আর নিজের মেজাজ ধরে রাখতে পারেননি ক্যাপ্টেন কুল।

ম্যাচ শেষে ধোনি(MS Dhoni) জানিয়েছেন, “হায়দরাবাদের বিরুদ্ধে এদিন ১৫৪ করাটা কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সনয় এদিন উইকেটে সেরকম টার্নও ছিল না। বরং দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় আমাদের স্পিনাররা বরং পিচ থেকে খানিকটা সুবিধা পেয়েছে। এদিন অন্তত ১৫-২০ রান কম করেছিলাম আমরা”।

একসময় যে চিপক ছিল চেন্নাই সুপার কিংসের(CSK) দূর্ভেদ্য দূর্গ ছিল। সেখানেই এবার পরপর তিন ম্যাচে হার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর দিল্লি ক্যাপিটালস এবং শেষে সানরাইজার্স হায়দরাবাদের(SRH) কাছেও হেরেছে চেন্নাই সুপার কিংস। আর সেটাই হয়ত মেনে নিতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)।

এবার তাঁকে মাঝপথেই রুতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু ধোনি ম্যাজিকও চলছে না। আসে চেন্নাই শিবিরে এবার তেমন ক্রিকেটার নেই, যাদের নিয়ে ধোনি লড়াইটা করতে পারবেন। হায়দরাবাদের কাছে হারের সেই হতাশার সুরটাই বেড়িয়ে এল ধোনির গলা থেকে।

Related articles

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...
Exit mobile version