Saturday, August 23, 2025

আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তিকে কাজে লাগাতে চাইছে রাজ্য। সেইমতোই সমবায়(Cooperative) সমিতির আর্থিক লেনদেনে এবার থেকে অনলাইন অডিট ম্যানেজমেন্ট চালু করা হল। এই ব্যবস্থার মাধ্যমে সমবায় সমিতি ও ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে নজরদারি চালাতে পারবে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যের ২৩ হাজার ৫৭৪টি সমবায় সমিতি ছাড়াও রাজ্য সমবায় ব্যাঙ্ক(Cooperative Bank), ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক, আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক(Urban Co-Operative Bank), প্রাথমিক কৃষি সমবায় সমিতিগুলিকে অনলাইন অডিট ম্যানেজমেন্টের আওতায় আনা হয়েছে। এর ফলে অডিট সংক্রান্ত সমস্ত কাজকর্মে ও যাবতীয় অর্ধেক লেনদেনের উপর কেন্দ্রীয়ভাবে নজরদারি চালাতে পারবে রাজ্য।

সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদার(Pradip Majumder) এই মর্মে জানিয়েছেন, রাজ্যের লক্ষ্য আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি করা। সমবায় সমিতি ও ব্যাঙ্কগুলিতে অডিট সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে। প্রতি ব্যাঙ্ক ও সমিতিতে নিয়মিত অডিট বাধ্যতামূলক। রাজ্যের সমবায় ব্যবস্থাপনার বিস্তৃতি সুদূর প্রসারী। সেই কারণে অনলাইন ম্যানেজমেন্ট জরুরি। দীর্ঘ পর্যালোচনা করেই রাজ্যের তরফে অনলাইন অডিট ম্যানেজমেন্ট চালু করা হয়েছে। এই ব্যবস্থাপনার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘কো-অপারেটিভ সোসাইটি অডিট ম্যানেজমেন্ট সিস্টেম’।

এই ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের ডাইরেক্টরেট অব কো-অপারেটিভ অডিটকে। সমগ্র ব্যবস্থাপনাটি তৈরি করেছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড। তাদের তৈরি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই প্রতিটি সমবায় ইউনিটের লেনদেন সংক্রান্ত সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে। এক ক্লিকে জানা যাবে সমস্ত তথ্য। অডিট রিপোর্ট, গাইডলাইন, ব্যালেন্স সিট, সব কিছু এক লহমায় দেখা যাবে। দেখা যাবে ‘রিয়েল টাইম’ পরিসংখ্যানও। সমবায় যদি কোনও কারণে অডিট না করে, তবে অনলাইনেই সতর্কবার্তা পৌঁছে যাবে সময় মতো। নির্দিষ্ট মোবাইলেও যাবে এসএমএস আল্যার্ট। আদ্যোপান্ত থাকবে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে। ফলে আর্থিক অস্বচ্ছতার ঝুঁকি কমবে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version