Monday, November 3, 2025

ভুল থেকে শিক্ষা নিয়েই পঞ্জাব বধের ছক কষছে নাইটরা, আশাবাদী মোঈন

Date:

পঞ্জাব কিংসের(PBKS) বিরুদ্ধে প্রথম সাক্ষাতটা একেবারেই সুখকর নয় কলকাতা নাই রাইডার্সের(KKR)। যুজবেন্দ্র চাহালের ধাক্কাতেই শেষ হয়ে গিয়েছিল তারা। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবার ইডেন গার্ডেন্সে ঘুরে দাঁড়াতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। সেভাবেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে পাঁচ ম্যাচে হেরে বেশ চাপে নাইটরা। কিন্তু এখনই হাল ছাড়তে নারাজ তারা। মুম্বই ইন্ডিয়ান্স ঘুরে দাঁড়িয়েছে। সেটাই যেন আত্মবিশ্বাস যোগাচ্ছে নাইট শিবিরকে। সাংবাদিক সম্মেলনে এসে সোজা সাপ্টা উত্তর মোঈন আলির(Moeen Ali)।

এই ম্যাচের আগেই কেকেআর(KKR) শিবিরে যোগ দিয়েছেন উমরান মালিক(Umran Malik)। যদিও তিনি খেলবেন না। তবে নাইট রাইডার্স ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে। গত ম্যাচে চাহাল দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। এই ম্যাচে তাঁর দিকেও বাড়তি নজর রয়েছে।

মোইন আলি(Moeen Ali) বলছিলেন, “গত ম্যাচে আমরা ৩০ থেকে ৪০ মিনিট খুব খারাপ খেলেছিলাম। যুজবেন্দ্র চাহাল সেই ম্যাচে ফারাক গড়ে দিয়েছিল। সেদিন ও দুরন্ত ফর্মে ছিল। ওকে আমরা খেলতেই পারিনি। তবে বারবার তেমনটা হবে না। আশা করি এবার আর সেই ভুল আমরা করব না”।

এবারের আইপিএলে(IPL) শুরুতে হারলেও, এখন জয়ের সরণীতে ফিরেছে মুম্বই ইন্ডয়ান্স। নাইট রাইডার্সও পাঁচ ম্যাচ হেরেছে। তবে আশা শেষ মানছেন না মোঈন আলি। মুম্বই-ই যেন তাদের আত্মবিশ্বাস দিচ্ছে।

মোঈন আলি আরও বলেন, “আমাদের এখনও প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে। মুম্বইও শুরুটা ভাল করতে পারেনি। কিন্তু পরপর চার ম্যাচ জিতে এখন ওরা ভাল জায়গায় চলে এসেছে। আমাদেরও তেমনই মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। এখন সবে প্রতিযোগিতার মাঝামাঝি”।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version