কেন্দ্রে অশুভ শক্তিকে বিনাশের ডাক, তৃণমূল ভবনে শহিদ দিবস পালন যুব সভানেত্রী সায়নীর

একুশের বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্যের পর জাতীয়স্তরে ঝাঁপাতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। লক্ষ্য চব্বিশে দিল্লি দখল। আর তার জন্য দলের সংগঠন যেমন ঢেলে সাজানো হয়েছে একইভাবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পার্টির কলকাতা সদর দফতর তৃণমূল ভবন সংস্কারের কাজ চলছে। তার মাঝেই এদিন তৃণমূল ভবনে বাইরে মঞ্চ করে বড় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে একুশে জুলাই শহিদ দিবস পালন করা হলো।

মূলত তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ এবং শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগে তৃণমূল ভবনে পালিত হল একুশে জুলাই শহিদবেদীতে মাল্যদান থেকে শুরু করে জায়ান্ট স্ক্রিনে কর্মী-সমর্থকদের দেখানো হল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ভাষণ। উপস্থিত ছিলেন সংসদ কাকলি ঘোষ দস্তিদার বৈশানর চট্টোপাধ্যায় নেতা-নেত্রীরা।

এদিন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী বলেন, “আজ ২১ জুলাই এবং এই দিনটি আমরা বিশেষ ভাবে মনে রাখি। কারণ, এই দিনে ১৯৯৩ সালে আত্মত্যাগের কাহিনি লিখেছিলেন ১৩ জন বীর শহিদ, যা আগামী দিনেও আমাদের প্রত্যেকের কাছে অনুপ্রেরণা।”

তিনি আরও বলেন, “আমরা জানি এবার একটা উন্নততর লড়াই আছে, যেখানে এক‌টি অশুভ শক্তিকে যেভাবে আমরা বাংলা থেকে বাদ দিতে পেরেছি সেই নিয়েই গোটা ভারতবর্ষ আমাদের দিকে তাকিয়ে। লড়াইটা অনেক বড়। যেখানে নেতৃত্ব দেবেন আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”

আরও পড়ুন- একুশে জুলাই মমতার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রশংসায় মুখর ছাত্রসমাজ