একুশে জুলাইয়ের আগে ত্রিপুরায় তৃণমূলের উপর হামলার তীব্র নিন্দা করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banarjee)।

We strongly condemn the attack on @AITCofficial supporters in @BJP4India ruled states.
We will NOT be cowed down by such intimidation tactics!
On #ShahidDibas let me reiterate that TRINAMOOL will not budge an inch in its fight against the oppressive forces. COME WHAT MAY!
— Abhishek Banerjee (@abhishekaitc) July 21, 2021
নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) তিনি লেখেন,
“বিজেপি শাসিত রাজ্যে তৃণমূল কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানাই। এই ধরনের ভয় দেখিয়ে আমাদের দমানো যাবে না। #শহিদদিবসে আবার বলছি বিরোধী শক্তিকে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। যে বাধাই আসুক!”