Sunday, May 4, 2025

পৈশাচিক: মৃত্যুর পর দানিশের মাথা গাড়ির চাকায় পিষে দেয় তালিবানরা

Date:

আফগানিস্তানের(Afghanistan) মাটিতে ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকীর(Danish Siddiqui) মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করলেও মৃত্যুর দায় নেয়নি তালিবান(Taliban)। উল্টে জানানো হয় সাংবাদিকদের যুদ্ধক্ষেত্রে প্রবেশের আগে জানিয়ে ঢোকা উচিত। তবে এবার সম্পূর্ণ ভিন্ন দাবি করল তালিবানের এক সেনা কমান্ডার। জানানো হয়েছে, দানিশকে শুধুমাত্র গুলি করেই ক্ষান্ত হয়নি তালিবান জঙ্গিরা(taliban terrorist)। গাড়ির চাকায় থেঁতলে দেওয়া হয় তাঁর মাথা। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই পৈশাচিক ঘটনার বর্ণনা দিতে দেখা গেল তালিবান কমান্ডার বিলাল আহমেদকে(Bilal Ahmed)।

ওই তালিবান কমান্ডার জানায়, ভারতীয় সংবাদিক দানিশ সিদ্দিকীকে গুলি করে হত্যা করেই ক্ষান্ত হয়নি তালিবান। নৃশংস আচরণ করা হয় তাঁর মৃতদেহের সঙ্গে। দানিশের মৃতদেহ গাড়ির তলায় রেখে থেঁতলে দেওয়া হয় তাঁর মাথা। কিন্তু কেন এই নৃশংস আচরণ? এ প্রসঙ্গে বিলাল বলেন, ‘দানিশের অপরাধ একটাই। দানিশ ভারতীয়। এবং ভারতীয়দের তালিবানরা ঘৃণা করে।’

আরও পড়ুন:দিল্লিতে মমতার ভাষণ শুনতে উপস্থিত চিদাম্বরম-শরদ পাওয়ারের মতো শীর্ষ নেতৃত্ব

উল্লেখ্য, সংবাদসংস্থা রয়টার্সের হয়ে পেশার খাতিরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্থানের স্পিন বলদাক এলাকায় কাজ করছিলেন দানিশ। মাঝমধ্যেই আফগান সেনা-তালিবানদের সংঘর্ষের ছবি, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ছবি তুলেও পাঠাচ্ছিলেন। তবে সম্প্রতি সেনা ও তালিবানের সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয় পুলিৎজার জয়ী সাংবাদিক দানিশের। তবে এই ঘটনায় তালিবানের তরফ স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ওই সাংবাদিকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিষয়ে তারা কিছু জানে না। যদিও তালিবান কমান্ডার বিলাল আহমেদের বক্তব্যে প্রকাশ্যে এলো অন্য কথা।

 

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version