Monday, November 10, 2025

বিরোধী গোষ্ঠীর আন্দোলনকে স্বাগত জানালেন লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার

Date:

বুধবার লেসলি ক্লডিয়াস সরণী দেখল এক অন‍্য চেহারা। এই প্রথম সেখানে দেখা গেল ইস্টবেঙ্গল ( eastbengal) সমর্থকদের দুই গোষ্ঠীর লড়াই। ক্লাবকর্তাদের সমর্থনকারী গোষ্ঠীর সঙ্গে ক্লাবকর্তাদের বিরোধী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়ল হাতাহাতিতে।

বুধবার দুপুর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে লেসলি ক্লডিয়াস সরণী। স্লোগান পাল্টা স্লোগানে চলে বিক্ষোভ। কেন ইনভেস্টোর কোম্পানির মূল চুক্তিপত্রে সই হচ্ছে না তাই নিয়ে এদিন ক্লাবতাঁবুর সামনে বিক্ষোভে নামে একদল সমর্থক। এই নিয়ে এদিন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন,”প্রথমত আমি মনে করি না যে ক্লাবের দুটো গোষ্ঠী আছে। এদের পরিচয় একটাই, সবাই ইস্টবেঙ্গলের সমর্থক। কিন্তু আন্দোলন বা বিক্ষোভের একটা পদ্ধতি আছে। যাঁরা বাইরে আন্দোলন করেছেন, তাঁদেরকে বলব তারা  ক্লাবে এসে আমাদের বলতে পারতেন। আমরা তো ২২ মার্চ বলে দিয়েছি, প্রাক্তন খেলোয়াড়, সভ্য, সমর্থক, যে কেউ ক্লাবে এসে চুক্তিপত্র দেখে যেতে পারেন। একটা বিষয় ভাল লাগল যে গত নয় বছর ধরে ক্লাবের নির্বাচনে কোনও বিরোধী প্রার্থী ছিল না। আমার মনে হয়, যদি এখন একটা বিরোধী গোষ্ঠী তৈরি হয়, আমি তাদের সাধুবাদ জানাই। আগামী দিনে এই গোষ্ঠীর পরামর্শ ক্লাবের কাজে লাগতেই পারে। সেই পরামর্শ আমরা অবশ্যই গ্রহণ করব। তাই আবার বলছি, ক্লাবে আসুন, আলোচনা করুন। সুন্দর ভাবে সমস্যার সমাধান হবে।”

বুধবার এই বিক্ষোভ নিয়ে ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা উদাহরণ টেনে আনল প্রতিবেশি ক্লাব মোহনবাগানেরও। দেবব্রত সরকার বলেন,” গোটা পৃথিবীতে সব ক্লাবেই পক্ষ-বিপক্ষ থাকে। মোহনবাগানেও তো আছে। কিছুদিন আগে  সিইএসসি-র সামনে প্রতিবাদ হয়েছে। এটা নতুন কিছু নয় কলকাতা ময়দানে। আমাদের ক্লাবে আগে ছিল না। তাই আমি ওঁদের কুর্নিশ করছি। একটা বিরোধী শক্তি ক্লাবে এলে কাজ আরও ভাল হবে।”

আরও পড়ুন:দুই গোষ্ঠীর সমর্থকদের হাতাহাতি, রণক্ষেত্র লাল-হলুদ তাঁবু

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version