করোনা আবহে আরেকটি নিরানন্দের ঈদ; নামাজ শেষে করোনা মুক্তির প্রার্থনা

খায়রুল আলম, ঢাকা

অতিমারির প্রকোপের মধ্যে আরও একটি কোরবানির ঈদ উদযাপন করছেন মুসলিমরা।

তবে ঈদের যে আনন্দ, তা খুব একটা নেই। করোনা নিয়ে মানুষের মধ্যে দুশ্চিন্তা আর অনিশ্চয়তা খুশির ঈদকে অনেকটাই ম্লান করে দিয়েছে।

দু’শ্চিন্তা আর অনিশ্চয়তা নিয়ে মসজিদে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসলিমরা। ঈদের দুই রাকাত নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে দুই হাত তুলে মহামারি করোনা থেকে মুক্তির আবেদন জানিয়েছেন তারা।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়।

নামাজ শেষে করোনাভাইরাস থেকে মুক্তি এবং অসুস্থদের সুস্থতার জন্য প্রার্থনা করা হয়।

তবে এবার ও নামাজ শেষে কোলাকুলি তো দূরের কথা নামাজ শেষে একজন আরেকজনের সঙ্গে কুশল বিনিময় করছেন সে দৃশ্যও খুব কম দেখা গিয়েছে।

অনেকে কোনওরকমে দুই রাকাত নামাজ পড়েই জায়নামাজ গুটিয়ে চলে গিয়েছেন। তারা নামাজ শেষে মোনাজাত করেনি এবং খুৎবা শোনেননি।

নামাজ শেষে অনুষ্ঠিত মোনাজাতে ইমাম মহামারি করোনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন।

সেইসঙ্গে করোনায় আক্রান্ত হয়ে য়ারা আইসিইউতে আছেন, হাসপাতালে ভর্তি আছেন তাদের সুস্থতার জন্য দোওয়া করা হয়েছে।

Previous articleবর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন সন্দেশ ঝিঙ্গান, বর্ষসেরা মহিলা ফুটবলার বালা দেবী
Next articleরাজঘাটে ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস’ পালন বিজেপির, ‘নাটক’ বলে কটাক্ষ ফিরহাদের