রাজঘাটে ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস’ পালন বিজেপির, ‘নাটক’ বলে কটাক্ষ ফিরহাদের

বাংলা তো বটেই, গুজরাট- উত্তরপ্রদেশ সহ দেশের ৬ রাজ্যে বুধবার পালিত হচ্ছে তৃণমূলের শহিদ দিবস। তবে তৃণমূলের(TMC) একুশে জুলাইয়ের(21 july) পাল্টা এদিন শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করছে রাজ্য বিজেপি(BJP)। দিল্লি রাজঘাটে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে চলছে বিজেপির ধর্না। বিজেপি তরফে কর্মসূচি পালিত হচ্ছে ব্লক ও জেলা স্তরেও। তবে তৃণমূলের তরফে বিজেপির এই কর্মসূচিকে বুধবার ‘নাটক’ বলে তোপ দাগলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম(Firhad Hatim)। কড়া সুরে তিনি জানালেন, এই ধরনের নাটক করে বিজেপি দেশজুড়ে শহিদদের অপমান করছে।

আরও পড়ুন:শহিদ দিবস পালন করতে গিয়ে ত্রিপুরায় গ্রেফতার শতাধিক তৃণমূলকর্মী

বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, ‘রাজ্যে গেরুয়া শিবিরের কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে শাসক দলের নেতাকর্মীরা। তৃণমূলের রাজনৈতিক হিংসার জেরে শহিদ হয়েছেন একাধিক বিজেপি কর্মী।’ কাল প্ল্যাকার্ড হাতে এদিন রাজঘাটে ধর্নায় বসতে দেখা যায় সংসদ দিলীপ ঘোষ, অর্জুন সিংয়ের মতো নেতাদের। এদিকে বিজেপির শহিদ দিবসকে পাল্টা তোপ দেগে ফিরহাদ হাকিম বলেন, বিজেপি শহিদ দিবস পালন করছে না বিজেপি নাটক করছে। সেই মর্মান্তিক দিনটিকে স্মরণ করে বিগত ২৮ বছর ধরে তৃণমূল এই একুশে জুলাই পালন করছে। বিজেপির উদ্দেশ্য তৃণমূলের এই অনুষ্ঠানকে পন্ড করা। এই ধরনের নাটক করে বিজেপি গোটা দেশের শহিদদের অপমান করছে।

 

Previous articleকরোনা আবহে আরেকটি নিরানন্দের ঈদ; নামাজ শেষে করোনা মুক্তির প্রার্থনা
Next articleলক্ষ্য ২০২৪ : শহিদ তর্পণে পার্থ, সুব্রত, ফিরহাদরা