১৬ আগস্ট “খেলা হবে দিবস”, একুশের মঞ্চ থেকে ঘোষণা মমতার

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রচারে অন্যতম ট্যাগ লাইন ছিলো “খেলা হবে”! যা আট থেকে আশি, সকলের মুখে মুখে এখনও ঘোরে। এবার লক্ষ্য চব্বিশ। লক্ষ্য দিল্লি দখল। এদিন একুশে জুলাই এর সমাবেশ থেকে তেমনটাই বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ খেলা এখনো শেষ হয়নি। দিল্লি থেকে বিজেপিকে না সরানো পর্যন্ত এই খেলা যে চলবে, একুশের ভার্চুয়াল মঞ্চ থেকে তা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি ঘোষণা করলেন, আগামী ১৬ অগাস্ট উদযাপিত হবে “খেলা হবে দিবস”। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন রাজ্য সরকারের উদ্যোগে “খেলা হবে” দিবস পালিত হবে। তবে কোন দিন পালিত হবে সেটা তিনি স্পষ্ট করেননি। এ দিন একুশে জুলাই-এর মঞ্চ থেকে বিশেষ দিনটি জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী।

একুশে বাংলায় ভোটে ”খেলা হবে’ স্লোগান দিয়েছিল তৃণমূল। সেই খেলায় বিশাল জয় হয়েছে নেত্রী তথা দলের। এবার চব্বিশের লক্ষ্য বেঁধে দিলেন তিনি। তাঁর কথায়, ”খেলা হবে। খেলা একটা হয়েছে। à§« মে যার রেজাল্ট আপনারা দেখতে পেয়েছেন। খেলা আবার হবে। যত দিন বিজেপিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত না করতে পারি ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে। খেলা হবে বুথে বুথে। সমস্ত জায়গায় খেলা হবে।”

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ”পশ্চিমবঙ্গে খেলা হবে দিবস আমরা পালন করব। ১৬ অগাস্ট পালিত হবে। ওই দিন আমরা যে যেখানে পারব কিছু ফুটবল দেব। যারা এই সব নিয়ে খেলাধুলো করবে। খেলা ছাড়া জীবন গড়ে ওঠে না। খেলা সুস্থ, সভ্য, মানবিক সংস্কৃতির প্রতীক। আজ আমাদের দেশের স্বাধীনতা বিপদে।”