Sunday, August 24, 2025

মোদি রাজ্যে কালো কাপড়ে ঢেকে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার !

Date:

এবারের একুশে জুলাই শহিদ দিবস পালনের তাৎপর্য অনেকটাই বিশেষ গুরুত্বপূর্ণ ছিল তৃণমূলের কাছে । কারণ, এ বারই প্রথম রাজ্যের গণ্ডি পেরিয়ে সর্বভারতীয় স্তরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল তৃণমূল কংগ্রেস । দিল্লি ,পাঞ্জাব, ত্রিপুরা, উত্তর প্রদেশ এমনকি মোদি রাজ্য গুজরাতে তৃণমূল নেত্রীর ভাষণ জায়েন্ট স্ক্রিনে ভার্চুয়াল মাধ্যমে দেখানোর ব্যবস্থা হয়েছিল। ত্রিপুরায় শহিদ দিবস পালন করতে গিয়ে রীতিমতো বাধার সম্মুখীন হয় তৃণমূল কর্মী সমর্থকরা । এমনকি তৃণমূল কর্মী সমর্থকদের গ্রেফতার করা হয়। কার্যত সেই একই পথে হেঁটে মোদি রাজ্য গুজরাতে এবার তৃণমূল নেত্রীর ব্যানার কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হল। এই ঘটনার জন্য বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল।

আমদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরুর আগেই তৃণমূলনেত্রীর ছবি-সহ ব্যানার কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে তৃণমূলের সংগঠন এখনও মজবুত নয়। ২০২৪-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে সেখানে প্রাথমিক স্তরে সংগঠন তৈরির কাজ শুরু করেছে ঘাসফুল শিবির। সেই কারণে করোনা আবহে অন্য রাজ্যের মতো সেখানেও ২১ জুলাই ভার্চুয়ালি পালন করেছে তৃণমূল। বড় পর্দায় দলনেত্রীর বার্তা পৌঁছে দিতে আমদাবাদ শহরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেখানকার কর্মী-সমর্থকরা। সেই মঞ্চের পাশেই গুজরাতি ভাষায় মমতার ছবি লাগানো একটি ব্যানার টাঙানো ছিল। পরে দেখা যায় ব্যানারটি কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব সরাসরি বিজেপিকে দোষারোপ করলেও, বিজেপি সেই অভিযোগ মানতে চায়নি।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version