Monday, May 5, 2025

একুশের মঞ্চে চব্বিশের ঐক্য-বার্তা: রাজ্যে রাজ্যে “খেলা হবে”, দৃপ্ত ঘোষণা মমতার

Date:

রাজনৈতিক মহলের প্রত্যাশা মতোই একুশের মঞ্চ থেকে ২০২৪-এর লক্ষ্যে বার্তা দিলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। এদিন তৃণমূল সুপ্রিমোর ভার্চুয়াল (Virtual) ভাষণের দিকে শুধু বাংলা নয়, তাকিয়ে ছিল সারা দেশ। আর শহিদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি, তৃণমূল নেত্রী দিল্লি থেকে মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করতে অ-বিজেপি (Bjp) শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন।

বুধবার দুপুরে দিল্লির (Delhi) কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ভাষণ শোনার জন্য উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব ও জয়া বচ্চন, কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং, টিআরএস নেতা কেশব রাও, আরজেডি নেতা মনোজ রায়, প্রিয়াঙ্কা চতুর্বেদী, সুপ্রিয়া সুলের মতো নেতৃত্বরা। সবাইকে ধন্যবাদ জানান তৃণমূল নেত্রী।

জাতীয়স্তরের অ-বিজেপি নেতা-নেত্রীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন মমতা। তিনি বলেন, দেশের গণতন্ত্র বিপন্ন। সব গণতন্ত্রকামী নেতৃত্বকে একজোট হয়ে দিল্লি থেকে বিজেপি সরকারকে হঠাতে হবে।

আরও পড়ুন:দিল্লিতে মমতার ভাষণ শুনতে উপস্থিত চিদাম্বরম-শরদ পাওয়ারের মতো শীর্ষ নেতৃত্ব

আগেই খবর ছিল এই মাসের শেষে দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি জানান, “চিদম্বরম জি, শরদ পাওয়ারজিরা যদি
২৬-২৭-২৮ এই তিনদিনের মধ্যে কোনও বৈঠক ডাকেন, তাহলে তাতে অংশগ্রহণ করব”

এরআগেই প্রশান্ত কিশোর দফায় দফায় বৈঠক করেন শরদ পাওয়ারের সঙ্গে। এরপর শরদের বাড়িতেই যশবন্ত সিনহার ডাকে অ-বিজেপি নেতা-নেত্রীদের নিয়ে বৈঠক হয়। কিন্তু তাও বিজেপির বিরুদ্ধে মুখ হিসেবে বারবারই উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এবার তৃণমূল নেত্রী নিজেই তৃতীয় ফ্রন্টের জল্পনা উস্কে দিয়ে জোট বাধার বার্তা দিলেন।

মমতা বলেন, একটা খেলা হয়েছে। বিজেপি না হটানো পর্যন্ত রাজ্যে রাজ্যে খেলা হবে।

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version