Tuesday, August 26, 2025

একুশের মঞ্চে চব্বিশের ঐক্য-বার্তা: রাজ্যে রাজ্যে “খেলা হবে”, দৃপ্ত ঘোষণা মমতার

Date:

রাজনৈতিক মহলের প্রত্যাশা মতোই একুশের মঞ্চ থেকে ২০২৪-এর লক্ষ্যে বার্তা দিলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। এদিন তৃণমূল সুপ্রিমোর ভার্চুয়াল (Virtual) ভাষণের দিকে শুধু বাংলা নয়, তাকিয়ে ছিল সারা দেশ। আর শহিদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি, তৃণমূল নেত্রী দিল্লি থেকে মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করতে অ-বিজেপি (Bjp) শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন।

বুধবার দুপুরে দিল্লির (Delhi) কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ভাষণ শোনার জন্য উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব ও জয়া বচ্চন, কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং, টিআরএস নেতা কেশব রাও, আরজেডি নেতা মনোজ রায়, প্রিয়াঙ্কা চতুর্বেদী, সুপ্রিয়া সুলের মতো নেতৃত্বরা। সবাইকে ধন্যবাদ জানান তৃণমূল নেত্রী।

জাতীয়স্তরের অ-বিজেপি নেতা-নেত্রীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন মমতা। তিনি বলেন, দেশের গণতন্ত্র বিপন্ন। সব গণতন্ত্রকামী নেতৃত্বকে একজোট হয়ে দিল্লি থেকে বিজেপি সরকারকে হঠাতে হবে।

আরও পড়ুন:দিল্লিতে মমতার ভাষণ শুনতে উপস্থিত চিদাম্বরম-শরদ পাওয়ারের মতো শীর্ষ নেতৃত্ব

আগেই খবর ছিল এই মাসের শেষে দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি জানান, “চিদম্বরম জি, শরদ পাওয়ারজিরা যদি
২৬-২৭-২৮ এই তিনদিনের মধ্যে কোনও বৈঠক ডাকেন, তাহলে তাতে অংশগ্রহণ করব”

এরআগেই প্রশান্ত কিশোর দফায় দফায় বৈঠক করেন শরদ পাওয়ারের সঙ্গে। এরপর শরদের বাড়িতেই যশবন্ত সিনহার ডাকে অ-বিজেপি নেতা-নেত্রীদের নিয়ে বৈঠক হয়। কিন্তু তাও বিজেপির বিরুদ্ধে মুখ হিসেবে বারবারই উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এবার তৃণমূল নেত্রী নিজেই তৃতীয় ফ্রন্টের জল্পনা উস্কে দিয়ে জোট বাধার বার্তা দিলেন।

মমতা বলেন, একটা খেলা হয়েছে। বিজেপি না হটানো পর্যন্ত রাজ্যে রাজ্যে খেলা হবে।

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version