Sunday, January 11, 2026

একুশের মঞ্চে চব্বিশের ঐক্য-বার্তা: রাজ্যে রাজ্যে “খেলা হবে”, দৃপ্ত ঘোষণা মমতার

Date:

Share post:

রাজনৈতিক মহলের প্রত্যাশা মতোই একুশের মঞ্চ থেকে ২০২৪-এর লক্ষ্যে বার্তা দিলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। এদিন তৃণমূল সুপ্রিমোর ভার্চুয়াল (Virtual) ভাষণের দিকে শুধু বাংলা নয়, তাকিয়ে ছিল সারা দেশ। আর শহিদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি, তৃণমূল নেত্রী দিল্লি থেকে মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করতে অ-বিজেপি (Bjp) শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন।

বুধবার দুপুরে দিল্লির (Delhi) কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ভাষণ শোনার জন্য উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব ও জয়া বচ্চন, কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং, টিআরএস নেতা কেশব রাও, আরজেডি নেতা মনোজ রায়, প্রিয়াঙ্কা চতুর্বেদী, সুপ্রিয়া সুলের মতো নেতৃত্বরা। সবাইকে ধন্যবাদ জানান তৃণমূল নেত্রী।

জাতীয়স্তরের অ-বিজেপি নেতা-নেত্রীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন মমতা। তিনি বলেন, দেশের গণতন্ত্র বিপন্ন। সব গণতন্ত্রকামী নেতৃত্বকে একজোট হয়ে দিল্লি থেকে বিজেপি সরকারকে হঠাতে হবে।

আরও পড়ুন:দিল্লিতে মমতার ভাষণ শুনতে উপস্থিত চিদাম্বরম-শরদ পাওয়ারের মতো শীর্ষ নেতৃত্ব

আগেই খবর ছিল এই মাসের শেষে দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি জানান, “চিদম্বরম জি, শরদ পাওয়ারজিরা যদি
২৬-২৭-২৮ এই তিনদিনের মধ্যে কোনও বৈঠক ডাকেন, তাহলে তাতে অংশগ্রহণ করব”

এরআগেই প্রশান্ত কিশোর দফায় দফায় বৈঠক করেন শরদ পাওয়ারের সঙ্গে। এরপর শরদের বাড়িতেই যশবন্ত সিনহার ডাকে অ-বিজেপি নেতা-নেত্রীদের নিয়ে বৈঠক হয়। কিন্তু তাও বিজেপির বিরুদ্ধে মুখ হিসেবে বারবারই উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এবার তৃণমূল নেত্রী নিজেই তৃতীয় ফ্রন্টের জল্পনা উস্কে দিয়ে জোট বাধার বার্তা দিলেন।

মমতা বলেন, একটা খেলা হয়েছে। বিজেপি না হটানো পর্যন্ত রাজ্যে রাজ্যে খেলা হবে।

 

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...