করোনা পরিস্থিতিত একুশে জুলাই ভার্চুয়াল মঞ্চ থেকেই ভাষণ দেবেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তার আগে বুধবার সকালে টুইটে একুশে জুলাই শহিদদের শ্রদ্ধা জানান তিনি।
নিজের টুইটার হ্যান্ডেল (Mamata Bandopadhyay) এ মমতা লেখেন, “১৯৯৩- এই দিন যে ১৩ জন শহিদ হয়েছিলেন, তাঁদের প্রতি আন্তরিক শ্রদ্ধা। আমি সকলকে আজ দুপুর ২টোয় শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য ভার্চুয়াল সভায় যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি।
অমানবিক অত্যাচার যারা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলবে তৃণমূল।”
My heartfelt tribute to the 13 innocent lives that were lost on this day in 1993. I urge all my brothers & sisters to join me today at 2PM in a virtual meet to honor the brave souls.
Our voices against those committing inhumane atrocities shall keep growing louder.#ShahidDibas
— Mamata Banerjee (@MamataOfficial) July 21, 2021
আরও পড়ুন:২১ জুলাইয়ের ভার্চুয়াল সভায় যোগ দেওয়ার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে টুইট মমতার