Wednesday, August 27, 2025

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট, ৪৯৯ পেয়ে প্রথম স্থানে জেলার ছাত্রী

Date:

প্রকাশিত হল উচ্চমাধ্যমিক (HS) পরীক্ষার ফল। আজ সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন পর্ষদের সভাপতি মহুয়া দাস। তিনি জানান, চলতি বছরে মোট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। পাশের হার ৯৭.৬৯ শতাংশ। A গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী। এছাড়া প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন ছাত্রছাত্রী। ৪৯৯ নম্বর পেয়েছে মুর্শিদাবাদের এক ছাত্রী। উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে আছে ৮৬ জন পরীক্ষার্থী।
গত মঙ্গলবারই মাধ্যমিকের ফল বেরিয়েছে। পাশের হার ছিল ১০০ শতাংশ। সেইমতো উচ্চমাধ্যমিকেও ভালো ফলের আশা ছিল। মাধ্যমিকের মতো ১০০ শতাংশ না হলেও এবারের পাশের হার ৯৭.৬৯ শতাংশ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানান, রাজ্যের সমস্ত জেলায় পাশের হার ৯০ শতাংশ ও তার বেশি। মাইনরিটিদের পাশের হার ৯৭.৪৬ শতাংশ। তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে পাশের হার ৯৭.৩৩ শতাংশ।
করোনা আবহে পরীক্ষা বাতিল হওয়ায় এখনও অ্যাডমিট কার্ড পায়নি পরীক্ষার্থীরা । তাই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জানা যাবে ফল। শুক্রবার স্কুল থেকেই মিলবে মার্কশিট। উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে দেওয়া হবে মার্কশিট, সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড। সংসদের ৫২টি বিতরণ কেন্দ্রে থেকে তা তুলে দেওয়া হবে স্কুলগুলির হাতে। অন্যদিকে মাধ্যমিক উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়ে উচ্চমাধমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২ অগাস্ট থেকে ১৪ অগাস্টের মধ্যে নিজের স্কুলের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে । ১৬ অগাস্ট থেকে ৩১ অগাস্টের মধ্যে ভর্তি চলবে অন্য স্কুলের পড়ুয়াদের।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version