Tuesday, December 16, 2025

আজ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, কীভাবে জানা যাবে ফলাফল ?

Date:

আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। দুপুর ৩টেয় আনুষ্ঠানিক ফল প্রকাশের পর বিকেল ৪টে থেকে ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবে। রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমেই রেজাল্ট দেখা যাবে।  শুক্রবার রেজাল্ট হাতে পাবে পরীক্ষার্থীরা। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও মেধাতালিকা প্রকাশিত হবে না বলে জানিয়েছে উচ্চ শিক্ষা সংসদ। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা মোট ৯ লক্ষ।
করোনা আবহে মাধ্যমিকের মতো এবছর বাতিল হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। তাই আডমিট কার্ডও পায়নি পরীক্ষার্থীরা। তাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে,  বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ৩টেয় আনুষ্ঠানিক ফল প্রকাশ। বিকেল ৪টে থেকে তা জানা যাবে ওয়েবসাইটে। পরীক্ষা না হওয়ায় এখনও অ্যাডমিট কার্ড পায়নি কেউ। এছাড়াও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক, একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্রাক্টিক্যালের নম্বরের ভিত্তিতে গড় নম্বর দেওয়া হবে। তবে এই নম্বরে সন্তুষ্ট না হলে পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে।
রেজাল্ট দেখার জন্য কাউন্সিলের পক্ষ থেকে বেশ কয়েকটি ওয়েবসাইটের তালিকা প্রকাশ করা হয়েছে।সেগুলি হল, https://wbresults.nic.in/ , https://www.exametc.com/ , https://www.results.shiksha/west-bengal/wbchse/ ,
http://www.indiaresults.com/ ,এই ওয়েবসাইটগুলিতে লগ ইন করলে সহজেই দেখতে পাওয়া যাবে ফলাফল। এ ছাড়া এসএমএস-র মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB12 লিখে একটি স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে তা পাঠাতে হবে ৫৬০৭০ নম্বরে। তা হলে, ফোন নম্বরেই চলে আসবে বিস্তারিত ফলাফল।

Related articles

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...
Exit mobile version