Monday, May 19, 2025

জুট শিল্পে ট্রেনিং ও ব্যাপক চাকরি, মন্ত্রী বেচারামের প্রতিশ্রুতি

Date:

Share post:

রাজ্যের শ্রমমন্ত্রী (Labour Minister) বেচারাম মান্না (Bechara Manna) জুট ইন্ডাস্ট্রির (Jute Industry) একটি ওয়ার্কশপে গিয়ে ট্রেনিং ও ব্যাপক চাকরির প্রতিশ্রুতি দেন। সম্প্রতি, রাজ্য শ্রম দফতরের পক্ষ থেকে একটি কারিগরি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। জুট ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক ঘাটতি মেটানোর একটি পুরনো প্রকল্পকে রাজ্যে চাঙ্গা করার কারণেই এই ওয়ার্কশপ ও আলোচনা।

যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের বিভিন্ন আধিকারিক ও শ্রমিক সংগঠনের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ। এই আলোচনায় মন্ত্রী বেচারাম মান্না বলেন, “বলেন দিনদিন শ্রমিক সংখ্যা কমে আসছে। এই ঘাটতি আমাদের মেটাতে হবে উপযুক্ত ট্রেনিং-এর ব্যবস্থা করতে হবে। তার জন্য আমরা যথোপযুক্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা দেখছি, অন্যান্য শিল্পের সঙ্গে পাল্লা দিয়ে জুট শিল্পেও যুবকরা নির্দিষ্ট ট্রেনিং নিয়ে খাদ্যদ্রব্যের প্যাকেজিং-এ জুট শিল্পের উন্নয়ন ঘটাবে। আমরা সদাসর্বদা সেদিকে লক্ষ্য রেখেছি এবং প্রশিক্ষণ চলাকালীন যুবকদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থা করব।

উপস্থিত প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে শ্রমমন্ত্রী বলেন, “এ ব্যাপারে ইউনিয়ান নেতানেত্রীদের সঙ্গে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমাদের সবরকম বাধা অতিক্রম করে জুট ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে পাঁচ লক্ষ থেকে সাড়ে ছয় লক্ষ কর্মী যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। আমরা নতুন করে লক্ষাধিক যুবকের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জুট ইন্ডাস্ট্রিতে নিয়োগের ব্যবস্থা অতি সত্বর করব।”

 

spot_img

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...