Tuesday, November 11, 2025

“গোপন কথাবার্তা সামনা-সামনি বলুন”, পেগাসাস বিতর্কে মন্ত্রীদের সতর্ক করলেন মমতা

Date:

Share post:

ফোনে আড়িপাতার ইস্যু নিয়ে যথেষ্ট সিরিয়াস মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকেও সকলকে সতর্ক করতে কলরেকর্ড ও ফোন ট্যাপিং নিয়ে সাবধান করলেন ক্যাবিনেট বৈঠকে।

সূত্রের খবর, আজ বৃহস্পতিবার নবান্নে ফোনে আড়িপাতা ও চরবৃত্তি নিয়ে মন্ত্রীসভার বৈঠকে মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি মন্ত্রী ও আমলাদের বলেন, খুব প্রয়োজনে পুরানো দিনের কম দামি সাধারণ ফোনে কথা বলুন। দামি ফোন, আধুনিক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে তাতে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় করুন। দল বা সরকারের গুরুত্বপূর্ণ কথা দামি ফোনে না বললেই ভালো‌। প্রয়োজনে জুরুরি , গোপন কথাবার্তা সামনা-সামনি নিজেরদের মধ্যে আলোচনা করুন। ফোনে নয়।

প্রসঙ্গত, করোনা আবহে গতকাল, বুধবার কালীঘাট থেকেই একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে একাধিক ইস্যুতে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একের পর এক তোপ দাগেন মমতা। জাতীয় রাজনীতি তোলপাড় করা ইস্যু “পেগাসাস” নিয়ে সব থেকে বেশি আক্রমণাত্মক হতে দেখা যায়ে তৃণমূল সুপ্রিমোকে। তাঁর অভিযোগ, স্পাই সফটওয়্য়ার ব্যবহার করে মানুষের অন্দরমহলে ঢুকে পড়ছে কেন্দ্রীয় সরকার। বেআইনিভাবে ফোন আড়িপাতা হচ্ছে। পেগাসাস সফটও্যার ব্যবহার করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হচ্ছে।

আরও পড়ুন- বিজেপি কি জাসুসি নেহি চলেগি: লোকসভায় স্লোগানে বিরোধিতার দিক নির্ধারণ অভিষেকের

তিনি মমতা আরও বলেন, ”ফোন তো এখন কল রেকর্ডারের মতো হয়ে গিয়েছে। ফোনে যা কথা বলব রেকর্ড হয়ে যাচ্ছে। পেগাসাস, ডেঞ্জারাস, ফেরোসাস। মানুষকে হয়রান করছে। আমি চাইলেও চিদম্বরমের সঙ্গে কথা বলতে পারছি না। শরদ পাওয়ারের সঙ্গে কথা বলতে পারছি না। অন্ধ্র, মহারাষ্ট্র, ওড়িশা, দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারছি না৷ কারণ ফোনে আড়ি পাতা হচ্ছে। গরিবদের টাকা না দিয়ে স্পাইগিরি করছেন৷ আর খালি মারছেন-ধরছেন।”

অন্যদিকে, “পেগাসাস” কাণ্ডে সুপ্রিম কোর্টের কাছে স্বতঃপ্রণোদিত মামলা করার আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পাইওয়্য়ার ব্যবহার করে মানুষের ব্যক্তিগত পরিসরে অবাঞ্ছিত হস্তক্ষেপ করছে কেন্দ্রের বিজেপি সরকার। রাজনৈতিক নেতা থেকে মন্ত্রী, আমলা এমনকী বিচারপতি, সকলেরই ফোন ট্যাপ করা হচ্ছে। একইসঙ্গে, শীর্ষ আদালতের বিচারপতিদের উদ্দেশে প্রশ্ন করেন, তাঁরা কি নিজে থেকে এই ঘটনায় হস্তক্ষেপ করতে পারেন না?

আরও পড়ুন- অলিম্পিক্সে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু ব্রাজিল, ৪-২ গোলে উড়িয়ে দিল জার্মানিকে

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...