Sunday, August 24, 2025

স্পাইওয়্যার পেগাসাস (Pegasus Spyware) বিতর্কে এবার নড়েচড়ে বসল ইজরায়েল। মন্ত্রীদের বিশেষ দল গঠন করে খতিয়ে দেখতে নির্দেশ দিল তারা।পেগাসাস-বিতর্ক খতিয়ে দেখবে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। স্পাইওয়্যার বিক্রির বিষয় খতিয়ে দেখে প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেবে তারা। জানা গিয়েছে, আজই পেগাসাস বিতর্কের তদন্তের নির্দেশ দেন ফরাসি প্রেসিডেন্ট। ফরাসি প্রেসিডেন্টের ফোনও টার্গেটে থাকার অভিযোগে এই তদন্তের নির্দেশ বলে বিশ্বস্ত সূত্রের খবর। যদিও এনএসও-র (NSO) দাবি, কোনও অস্বচ্ছ্বতা নেই। সহযোগিতার আশ্বাস দিয়েছে সংস্থা।
দেশজুড়ে বিতর্ক কিন্তু কি এই Pegasus? অজান্তে আপনার হোয়াটস অ্যাপেও নজরদারি চালানো যাবে এর সাহায্যে।

কি এই Pegasus?

surveillance technology company অর্থাৎ নজরদারি চালাতে সক্ষম এক সংস্থা এটি তৈরি করেছে। ইজরায়েলের NSO Group বলে একটি সংস্থা এটির ডিজাইন করেছে। এটিকে কিউ সাইবার টেকনোলজিও বলা হয়ে থাকে। Pegasus রেনডোম স্পাইওয়্যার নয় যে খুব সহজেই এটিকে অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে। NSO Group ২০০৯ সালে ইজরায়েলে নজরদারি চালানোর জন্য এই surveillance technology টি তৈরি করে। একেবারে গোপনে নজরদারি চালানোর জন্যে দারুণ একটি অপশন হচ্ছে Pegasus! কিন্তু কখনওই Pegasus সফটওয়্যারটি বিক্রির জন্য নয়।NSO Group শুধুমাত্র সরকারে সঙ্গে জোট বেঁধে কাজ করে। Pegasus মেক্সিকো এবং পানামা সরকারের সঙ্গে কাজ করে থাকে। যদিও এই বিষয়টি সবারই প্রায় জানা। ৪০ দেশের ৬০ গ্রাহক রয়েছে এই সংস্থার। তবে সংস্থার দাবি, ৫১ শতাংশ ব্যবহারকারী গোয়েন্দা সংস্থা থেকে। ৩৮ শতাংশ ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং ১১ শতাংশ সেনাবাহিনী এই সফটওয়্যার ব্যবহার করে থাকে।

কোম্পানি সূত্রে জানা গিয়েছে , মূলত এনএসও গ্রুপ বিশ্বের এবং দেশের ভিতরে চলা অপরাধকে চিহ্নিত করতে এবং সেই অপরাধের মূল যায়গাতে পৌঁছতে এই সফটওয়্যার সাহায্য করে থাকে।

 

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version