Saturday, November 29, 2025

ভোট-হিংসা: কমিশনের রিপোর্টের বিরুদ্ধে আজ হাইকোর্টে সওয়াল করবে রাজ্য

Date:

Share post:

তথাকথিত ভোট-হিংসা নিয়ে হাইকোর্টে দাখিল করা জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে বৃহস্পতিবার বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি। সূত্রের খবর, আজ কমিশনের ওই রিপোর্টে পেশ করা তথ্যের বিরুদ্ধে সওয়াল করবে রাজ্য৷

ওদিকে, তৃণমূলের তরফে ইতিমধ্যেই দাবি করা হয়েছে, মানবাধিকার কমিশন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট দিয়েছে৷ রাজ্য প্রশাসন কমিশনের রিপোর্টে উল্লেখ করা প্রতিটি ঘটনার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে সংশ্লিষ্ট থানার কাছে।

নবান্ন সূত্রের খবর, বৃহস্পতিবারের শুনানিতে কমিশনের রিপোর্টের বিরুদ্ধে তথ্যভিত্তিক সওয়াল করবে৷ রাজ্যের তরফে হাইকোর্টে বলা হবে, রাজ্য মানবাধিকার কমিশনে কোনও অভিযোগ জমা পড়েনি, অথচ রাজ্য কমিশনকে টপকে জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জমা পড়ার বিষয়টি সন্দেহজনক। কেন্দ্রের শাসক দলের পরিকল্পনা অনুসারেই এই কাজ হয়েছে৷ রাজ্যের সওয়ালে বলা হতে পারে, সিপিএম এবং কংগ্রেসের তরফেও তো অভিযোগ হয়েছে, কিন্তু এই অভিযোগকারীদের সঙ্গে কমিশনের টিম দেখাই করেনি৷ কমিশনের দল ঘুরেছে বিজেপির নেতা- কর্মীদের সঙ্গে, তারা যেখানে নিয়ে গিয়েছে, সেখানেই গিয়েছে৷ রাজ্যের তরফে এই তথ্য তুলে ধরা হবে আদালতে।

আদালতে রাজ্য জানাবে, ৫ মে-র আগে ঘটনাগুলি ঘটেছে, ওই সময়ে রাজ্য প্রশাসন ছিলো নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে৷ মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণের পর কোনও ঘটনাই ঘটেনি। রাজ্যের সওয়ালে তুলে ধরা হবে কমিশনের দেওয়া রিপোর্টে ভুল তালিকা।

আরও পড়ুন- কেন্দ্রের স্বৈরাচারী শাসক হটানোর ডাক: একুশের সভা সেরে রাতেই দিল্লি গেলেন অভিষেক

spot_img

Related articles

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...