গ্রাহকদের সুবিধার্থে এবার বেশ কিছু পোস্ট অফিসে কমন সার্ভিস সেন্টার চালু করলো ভারতীয় ডাকবিভাগ। যেখানে অনলাইনে নানা পরিষেবা পান সাধারণ মানুষ সেখানে নতুন করে আরও দু’টি পরিষেবা চালু হচ্ছে। এখন থেকে ওই পোস্ট অফিসগুলি থেকে “লাইফ সার্টিফিকেট” বা ‘’জীবন প্রমাণ’’ সংগ্রহ করতে পারবেন প্রবীণ নাগরিকরা।

পাশাপাশি, যাঁরা আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করবেন, তাঁরাও সেই পরিষেবা পাবেন ওই পোস্ট অফিসগুলি থেকে। এই দুই পরিষেবা পাওয়ার জন্য পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা বা তার গ্রাহক হওয়ার প্রয়োজন নেই। এই পরিষেবা দু’টি মিলবে বলে ট্যুইট করেছে ইন্ডিয়া পোস্ট।
