Wednesday, August 27, 2025

আফগানিস্তানে মার্কিন সেনার অনুবাদক(translator) হিসেবে কাজ করা দোভাষী সোহেল পার্দিসের শিরশ্ছেদ করল তালিবান জঙ্গিরা(taliban terrorist)। নিশংস এই হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো আতঙ্কে রয়েছেন আফগানিস্তানে(Afghanistan) মার্কিন সেনার(American army) হয়ে কাজ করা প্রায় ১৮ হাজার আফগানি।

জানা গিয়েছে, ঈদ উপলক্ষে বোনকে বাড়ি আনতে সোহেল আফগানিস্তানের রাজধানী কাবুল(Kabul) থেকে খোস্ত প্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে তালিবান জঙ্গিরা সোহেলের পথ আটকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালিবানরা সোহেলের গাড়ি আটকানোর পর সোহেলকে গাড়ি থেকে রীতিমতো ধাক্কা মেরে বাইরে নিয়ে আসে। এরপর রাস্তাতেই তাঁর শিরচ্ছেদ করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গত ১২ মে। এই ঘটনার একদিন আগেই সোহেল জানিয়েছিলেন, তিনি তালিবানের তরফে খুনের হুমকি পেয়েছেন। ‌

আরও পড়ুন:প্রতিবাদের মধ্যেই শুরু টোকিও অলিম্পিক্স, উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পতাকা হাতে মনপ্রীতরা

জানা গিয়েছে, মার্কিন সেনা আফগানিস্তানে থাকাকালীন সোহেল মার্কিন সেনার হয়ে অনুবাদকের কাজ করতো। সোহেলের বন্ধু আব্দুল্লাহ আউবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনকে জানান, “সোহেলকে তালিবানরা জানায়, সোহেল নাকি আমেরিকার গুপ্তচর। ফলে তাঁকে এবং তাঁর গোটা পরিবারকে খুন করা হবে।” যদিও গত জুন মাসে তালিবানের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল, মার্কিন বাহিনী আফগানিস্তানে থাকাকালীন তাদের হয়ে কাজ করা আফগান ব্যক্তিদের কোনওরকম ক্ষতি করা হবে না। তা সত্ত্বেও চলছে এই ধরনের নৃশংস হত্যা। তবে এ প্রসঙ্গে তালিবানের মুখপাত্র সিএনএনকে জানায়, ‘কী ঘটেছে আমি জানি না। তবে খোঁজ নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এটাও ঠিক, কিছু ঘটনা এমন ভাবে দেখানো হচ্ছে যা আদৌ ঘটেনি।’ এদিকে নৃশংস হত্যাকাণ্ডের পর রীতিমতো আতঙ্কিত মার্কিন সেনার হয়ে কাজ করা আফগানিস্তানের বাসিন্দারা।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version