Saturday, November 15, 2025

‘দিদিকে বলো’-‘দুয়ারে সরকার’-এর ভূয়সী প্রশংসা অমর্ত্য সেনের সংস্থার

Date:

দোরগোড়ায় পৌঁছে সাধারণ মানুষের সমস্যা সমাধানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) সংস্থা ‘প্রতীচী ট্রাস্ট’। ট্রাস্টের সাম্প্রতিক সমীক্ষা রিপোর্টে এই উদ্দেশ্যে গৃহীত রাজ্য সরকারের দুই কর্মসূচি ‘দিদিকে বলো’ এবং ‘দুয়ারে সরকার’ প্রকল্পের উল্লেখ করে তাদের সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। এই দুই প্রকল্পের মাধ্যমে মানুষের ৯৫ শতাংশ অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি সম্ভব হয়েছে বলে ট্রাস্টের রিপোর্টে উল্লেখ। এই দুই প্রকল্পের সুযোগ নিতে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ এবং সুবিধা গ্রহণের কথাও প্রশংসার সঙ্গে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

সরকারি প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং তাদের যাবতীয় অভাব-অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ‘দিদিকে বলো’ এবং ‘দুয়ারে সরকার’ প্রকল্প দুটি চালু করেন। চলতি মাসে প্রকাশিত প্রতীচী ট্রাস্টের (Pratichi Trust) সমীক্ষা-রিপোর্টে বলা হয়েছে প্রযুক্তির ভিত্তিতে গণ অভিযোগ নিষ্পত্তির উদ্যোগে দিদিকে বল কর্মসূচিতে দশ লক্ষেরও বেশি মানুষ নিজেদের অভিযোগ এবং সমস্যা সরাসরি সরকারের কাছে পৌঁছে দিয়েছেন। অন্যদিকে নিজেদের বিভিন্ন আবেদন ও অভাব অভিযোগ নিয়ে দুয়ারে সরকারের শিবিরে এসেছেন প্রায় দু কোটি ৭৫ হাজার মানুষ। যেখানে তাদের ৯৫ শতাংশ সমস্যারই নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। যা অত্যন্ত প্রশংসনীয়। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা থেকে বেরিয়ে যেভাবে এলাকায় এলাকায় তৃণমূল স্তরে এই দুই উদ্যোগকে পৌঁছে দেওয়া হয়েছে তারও প্রশংসা করেছে প্রতীচী ট্রাস্ট। দুয়ারের সরকার প্রকল্পের প্রধান লক্ষ্য ছিল গ্রামাঞ্চলের প্রান্তিক মানুষ এবং মহিলারা। সেই লক্ষ্য পূরণেও সফল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

আরও পড়ুন:পশ্চিমবঙ্গে নৌ-বাহিনী কেন্দ্রের ৩ কিলোমিটারে মধ্যে নো ফ্লাই জোন ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের

 

Related articles

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...
Exit mobile version