Friday, August 22, 2025

লাগাতার প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত মহারাষ্ট্র(Maharashtra)। এবার মহারাষ্ট্র রায়গর জেলায়(raigad district) বৃষ্টির জেরে ভূমিধসের(landslide) কারণে মৃত্যু হল ৩৬ জনের। ধসের জেরে এখনো ৩০ জন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই চপারে নিয়ে শুরু হয়েছে উদ্ধারকাজ। পাশাপাশি ভয়াবহ এই দুর্ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ফোন করে ঘটনার বিস্তারিত খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিয়েছেন সমস্ত রকম সাহায্যের আশ্বাস।

প্রতিবছরই বৃষ্টির ফলে নাজেহাল অবস্থা হয় মহারাষ্ট্রবাসীর। তবে চলতি বছরে বর্ষার জেরে সবচেয়ে বেশি ক্ষয় ক্ষতির মুখে পড়তে হয়েছে এই রাজ্যকে। জানা গিয়েছে বৃহস্পতিবার মুম্বই থেকে ৭০ কিলোমিটার দূরে রায়গর জেলায় তিনটি আলাদা জায়গায় ভূমি ধসের কারণে মৃত্যু হয় ৩৬ জনের। মৃতদের মধ্যে ৩২ জন তালাই এলাকার এবং ৪ জনের মৃত্যু হয়েছে শখর সুতা ওয়াদি এলাকায়। এদিন রায়গঞ্জ জেলা শাসক নিধি চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, মৃতদের পাশাপাশি এখনো ৩০ জন আটকে রয়েছেন। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের জেরে যারা ওই এলাকাতে আটকে পড়েছেন তাদের সকলকে উঁচু এলাকা বা বাড়ির ছাদে আসার জন্য আবেদন জানানো হয়েছে যাতে হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুন:অবশেষে ‘ঐক্যের’ বার্তা, পাঞ্জাবে ক্যাপ্টেনের চা-চক্রে হাজির সিধু

উদ্ধার কাজের জন্য ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে ১২টি স্থানীয় উদ্ধারকারী দল, উপকূলরক্ষীদের দুটি দল। ইতিমধ্যেই গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলার পাশাপাশি, আটকে থাকা ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version