Friday, November 7, 2025

লাগাতার প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত মহারাষ্ট্র(Maharashtra)। এবার মহারাষ্ট্র রায়গর জেলায়(raigad district) বৃষ্টির জেরে ভূমিধসের(landslide) কারণে মৃত্যু হল ৩৬ জনের। ধসের জেরে এখনো ৩০ জন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই চপারে নিয়ে শুরু হয়েছে উদ্ধারকাজ। পাশাপাশি ভয়াবহ এই দুর্ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ফোন করে ঘটনার বিস্তারিত খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিয়েছেন সমস্ত রকম সাহায্যের আশ্বাস।

প্রতিবছরই বৃষ্টির ফলে নাজেহাল অবস্থা হয় মহারাষ্ট্রবাসীর। তবে চলতি বছরে বর্ষার জেরে সবচেয়ে বেশি ক্ষয় ক্ষতির মুখে পড়তে হয়েছে এই রাজ্যকে। জানা গিয়েছে বৃহস্পতিবার মুম্বই থেকে ৭০ কিলোমিটার দূরে রায়গর জেলায় তিনটি আলাদা জায়গায় ভূমি ধসের কারণে মৃত্যু হয় ৩৬ জনের। মৃতদের মধ্যে ৩২ জন তালাই এলাকার এবং ৪ জনের মৃত্যু হয়েছে শখর সুতা ওয়াদি এলাকায়। এদিন রায়গঞ্জ জেলা শাসক নিধি চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, মৃতদের পাশাপাশি এখনো ৩০ জন আটকে রয়েছেন। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের জেরে যারা ওই এলাকাতে আটকে পড়েছেন তাদের সকলকে উঁচু এলাকা বা বাড়ির ছাদে আসার জন্য আবেদন জানানো হয়েছে যাতে হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুন:অবশেষে ‘ঐক্যের’ বার্তা, পাঞ্জাবে ক্যাপ্টেনের চা-চক্রে হাজির সিধু

উদ্ধার কাজের জন্য ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে ১২টি স্থানীয় উদ্ধারকারী দল, উপকূলরক্ষীদের দুটি দল। ইতিমধ্যেই গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলার পাশাপাশি, আটকে থাকা ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

 

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version