Thursday, August 21, 2025

জঙ্গি মোকাবিলায় তৈরি অস্ত্র মোদি ব্যবহার করেছেন দেশবাসীর বিরুদ্ধে: পেগাসাস ইস্যুতে রাহুল

Date:

পেগাসাস(Pegasus) ইস্যুতে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। প্রতিদিন বিরোধী সাংসদদের বিক্ষোভের জেরে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে সংসদে। এবার সেই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন কংগ্রেস(Congress) সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)।

শুক্রবার অধিবেশন শুরুর আগে সকাল থেকেই গান্ধী মূর্তির সামনে পেগাসাস ইস্যুতে বিক্ষোভ দেখান তৃণমূল, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা। বিক্ষোভের পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, “ইজরায়েল সরকার পেগাসাস সফটওয়্যার তৈরি করেছিল জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহারের জন্য। জঙ্গি দমন করতে এই সফটওয়্যারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইজরাইল। তবে ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেই অস্ত্র দেশবাসী এবং দেশের এজেন্সিগুলির উপরে প্রয়োগ করছে। দেশবাসীর গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছে।” শুধু তাই নয়, তাঁর নিজের ফোনও ট্যাপ করা হয়েছে বলে দাবি করেছেন রাহুল গান্ধী।

আরও পড়ুন:মধ্যযুগীয় বর্বরতা,  জিন্স পরার ‘অপরাধে’ যোগী রাজ্যে কিশোরীকে পিটিয়ে মারল ঠাকুর্দা-কাকা!

উল্লেখ্য, সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশ্যে এসেছে ভারতের প্রায় ৩০০ জন বিশিষ্ট ব্যক্তির উপর পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে বেআইনিভাবে নজরদারি চালিয়েছে সরকার। এই তালিকায় বিরোধী নেতা, মন্ত্রীর পাশাপাশি সাংবাদিক বিচারপতিদের ফোন হ্যাক করার অভিযোগ উঠেছে। বেশিরভাগ ফোন হ্যাক করা হয়েছে ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে। যদিও পেগাসাস কেলেঙ্কারিতে কেন্দ্রীয় সরকার বা বিজেপি জড়িত নয় বলে দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী তথা বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ৷ তিনি বলেন, ডিজিটাল দুনিয়ায় যতক্ষণ না তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ অভিযোগ প্রমাণিত হয় না৷

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version