Monday, November 10, 2025

বাড়ছে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা, রেলের পরীক্ষার্থীদের জন্যই ট্রেন বৃদ্ধির সিদ্ধান্ত

Date:

সুখবর! রেলের পরীক্ষার্থীদের সুবিদার্থে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। শুধু পরীক্ষার দিনই নয়, পরীক্ষার পরও এই বাড়তি ট্রেন পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া রেল কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছে দৈনিক টিকিটের সুবিধা চালু করা হবে। সেইমতো পরীক্ষার্থী ও অভিভাবক উভয়েই টিকিট কেটে ট্রেনে ওঠার সু্যোগ পাবেন।
করোনার তৃতীয় ঢেউ রুখতে পুরোপুরিভাবে রেল পরিষেবা চালু করেনি রাজ্য সরপকার। শুধুমাত্র কিছু স্টাফ স্পেশাল ট্রেন চালু রয়েছে। এই মুহূর্তে শিয়ালদহ ডিভিশনে ৩৯০টি ও হাওড়া ডিভিশনে দেড়শোর উপরে ট্রেন চলছে। আগামী ২৩ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে। সেই কারণে হাওড়া ডিভিশনে ২০টি এবং শিয়ালদহ (Sealdah) ডিভিশনে ৪০টি ট্রেন বাড়ানো হবে।
রেলের পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের ওই দিনগুলিতে ছাড় দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখেই টিকিট দেবে রেল কর্তৃপক্ষ। হাওড়া ডিভিশন পরীক্ষার্থীদের জন্য যে বিশেষ ট্রেনগুলি চালাচ্ছে, তার নির্ধারিত সময়ও জানানো হয়েছে। হাওড়া থেকে প্রথম বর্ধমান লোকাল ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে ও বেলা ১১.১০ মিনিটে। বর্ধমান থেকে হাওড়ামুখী ট্রেন ছাড়বে সকাল ৬.৪৫ ও বেলা ১১.২০ মিনিটে। ব্যান্ডেল থেকে কাটোয়ামুখী ট্রেনটি ছাড়বে বেলা একটার সময়ে। কাটোয়া থেকে ছাড়বে সকাল সাড়ে পাঁচটায়। পরীক্ষার কথা ভেবে বাকি স্টাফ স্পেশাল ট্রেনগুলির সময়ের সামান্য পরিবর্তন করা হয়েছে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version