Wednesday, November 12, 2025

বাড়ছে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা, রেলের পরীক্ষার্থীদের জন্যই ট্রেন বৃদ্ধির সিদ্ধান্ত

Date:

সুখবর! রেলের পরীক্ষার্থীদের সুবিদার্থে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। শুধু পরীক্ষার দিনই নয়, পরীক্ষার পরও এই বাড়তি ট্রেন পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া রেল কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছে দৈনিক টিকিটের সুবিধা চালু করা হবে। সেইমতো পরীক্ষার্থী ও অভিভাবক উভয়েই টিকিট কেটে ট্রেনে ওঠার সু্যোগ পাবেন।
করোনার তৃতীয় ঢেউ রুখতে পুরোপুরিভাবে রেল পরিষেবা চালু করেনি রাজ্য সরপকার। শুধুমাত্র কিছু স্টাফ স্পেশাল ট্রেন চালু রয়েছে। এই মুহূর্তে শিয়ালদহ ডিভিশনে ৩৯০টি ও হাওড়া ডিভিশনে দেড়শোর উপরে ট্রেন চলছে। আগামী ২৩ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে। সেই কারণে হাওড়া ডিভিশনে ২০টি এবং শিয়ালদহ (Sealdah) ডিভিশনে ৪০টি ট্রেন বাড়ানো হবে।
রেলের পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের ওই দিনগুলিতে ছাড় দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখেই টিকিট দেবে রেল কর্তৃপক্ষ। হাওড়া ডিভিশন পরীক্ষার্থীদের জন্য যে বিশেষ ট্রেনগুলি চালাচ্ছে, তার নির্ধারিত সময়ও জানানো হয়েছে। হাওড়া থেকে প্রথম বর্ধমান লোকাল ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে ও বেলা ১১.১০ মিনিটে। বর্ধমান থেকে হাওড়ামুখী ট্রেন ছাড়বে সকাল ৬.৪৫ ও বেলা ১১.২০ মিনিটে। ব্যান্ডেল থেকে কাটোয়ামুখী ট্রেনটি ছাড়বে বেলা একটার সময়ে। কাটোয়া থেকে ছাড়বে সকাল সাড়ে পাঁচটায়। পরীক্ষার কথা ভেবে বাকি স্টাফ স্পেশাল ট্রেনগুলির সময়ের সামান্য পরিবর্তন করা হয়েছে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version