Saturday, August 23, 2025

বাড়ছে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা, রেলের পরীক্ষার্থীদের জন্যই ট্রেন বৃদ্ধির সিদ্ধান্ত

Date:

সুখবর! রেলের পরীক্ষার্থীদের সুবিদার্থে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। শুধু পরীক্ষার দিনই নয়, পরীক্ষার পরও এই বাড়তি ট্রেন পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া রেল কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছে দৈনিক টিকিটের সুবিধা চালু করা হবে। সেইমতো পরীক্ষার্থী ও অভিভাবক উভয়েই টিকিট কেটে ট্রেনে ওঠার সু্যোগ পাবেন।
করোনার তৃতীয় ঢেউ রুখতে পুরোপুরিভাবে রেল পরিষেবা চালু করেনি রাজ্য সরপকার। শুধুমাত্র কিছু স্টাফ স্পেশাল ট্রেন চালু রয়েছে। এই মুহূর্তে শিয়ালদহ ডিভিশনে ৩৯০টি ও হাওড়া ডিভিশনে দেড়শোর উপরে ট্রেন চলছে। আগামী ২৩ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে। সেই কারণে হাওড়া ডিভিশনে ২০টি এবং শিয়ালদহ (Sealdah) ডিভিশনে ৪০টি ট্রেন বাড়ানো হবে।
রেলের পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের ওই দিনগুলিতে ছাড় দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখেই টিকিট দেবে রেল কর্তৃপক্ষ। হাওড়া ডিভিশন পরীক্ষার্থীদের জন্য যে বিশেষ ট্রেনগুলি চালাচ্ছে, তার নির্ধারিত সময়ও জানানো হয়েছে। হাওড়া থেকে প্রথম বর্ধমান লোকাল ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে ও বেলা ১১.১০ মিনিটে। বর্ধমান থেকে হাওড়ামুখী ট্রেন ছাড়বে সকাল ৬.৪৫ ও বেলা ১১.২০ মিনিটে। ব্যান্ডেল থেকে কাটোয়ামুখী ট্রেনটি ছাড়বে বেলা একটার সময়ে। কাটোয়া থেকে ছাড়বে সকাল সাড়ে পাঁচটায়। পরীক্ষার কথা ভেবে বাকি স্টাফ স্পেশাল ট্রেনগুলির সময়ের সামান্য পরিবর্তন করা হয়েছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version