দিল্লিতে বিকল্পের পদধ্বনি, রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী জহর সরকার

রাজ্যসভায় হেভিওয়েট প্রার্থী দিয়ে চমকে দিল তৃণমূল কংগ্রেস। মোদি সরকারের কট্টর বিরোধী প্রাক্তন আইএএস জহর সরকারকে রাজ্যসভায় মনোনয়ন দিল তৃণমূল।

প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার আমলা হিসাবে দেশের বিভিন্ন দফতরের গুরুদায়িত্ব সামলেছেন। সেন্ট জেভিয়ার্সে স্কুল জীবন। তারপর প্রেসিডেন্সিতে সমাজতত্ত্ব ও ইতিহাস নিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি অফ সাসেক্স এবং ইউনিভার্সিটি অফ কেমব্রিজে পদার্পন। তারপর আমলা জীবন শুরু। সিঁড়ি ভেঙে উত্তরণ। ছিলেন দেশের সংস্কৃতি সচিবও। কর্মজীবন শেষ করেন প্রসারভারতীর সিইও হিসাবে।

আমলা হলেও জহর সরকারের কলম এক কথায় অসাধারণ। অবসরের পর তাঁর লেখনী নিয়ে ব্যস্ত ছিলেন। বিভিন্ন মাধ্যমে বক্তব্য রাখার জন্য তাঁর আমন্ত্রণ থাকত। তবে বিজেপি বিরোধী মুখ হিসাবে তিনি ক্রমশ জাতীয় ক্ষেত্রে পরিচিত মুখ হয়ে উঠছিলেন। বাংলার সরকারও বিভিন্ন সময়ে তাঁর পরামর্শ নিয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে, এটা আসলে দিল্লিতে বিকল্পের পদধ্বনী। পথ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন:১৮ অক্টোবর পর্যন্ত দিল্লি পুলিশকে NSA ব্যবহারের অনুমতি উপরাজ্যপালের