Thursday, August 21, 2025

ভ্যাকসিন চুরি করে বেআইনি ক্যাম্প চালানোর অভিযোগে সোনারপুরে গ্রেফতার স্বাস্থ্যকর্মী

Date:

কসবার (Kasba) ভুয়ো IAS দেবাঞ্জন দেবে (Debanjan Deb) কাণ্ডের ছায়া। ফের বেআইনি ভ্যাকসিন (Vaccine) ক্যাম্প চালানোর ঘটনা সামনে এলো। এবার ঘটনা দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের (Sonarpur) রূপনগর এলাকার। ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজন করায় গ্রেফতার রাজপুর-সোনারপুর পৌরসভার এক স্বাস্থ্যকর্মী। অভিযোগ, সোনারপুরে ভ্যাকসিন চুরি করে রীতিমতো ক্যাম্প খুলে তা বিক্রি করছিল অভিযুক্ত স্বাস্থ্যকর্মী। অভিযুক্তের নাম মিঠুন মন্ডল। তিনি পেশায় একজন ফার্মাসিস্ট।

জানা গিয়েছে, রাজপুর-সোনারপুর পৌরসভার একটি সফট সেন্টারের কর্মরত মিঠুন ভ্যাকসিন সরিয়ে বিভিন্ন এলাকায় ক্যাম্প করে টিকা দেওয়ার কাজ করছিল। টিকা নিয়েছিলেন ৩৫ থেকে ৪০ জন ব্যক্তি। তার মধ্যে অনেকেই কোন মেসেজ বা সার্টিফিকেট না পাওয়ায় বিষয়টি থানায় জানিয়েছিলেন। পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ধৃত মিঠুন মণ্ডল এর আগে ডায়মন্ড হারবার থানার পঞ্চগ্রাম প্রাইমারি হেলথ সেন্টারের ফার্মাসিস্ট ছিল। সে মশাট সাবসেন্টারের ভ্যাকসিন কোঅর্ডিনেটর হিসেবে কাজও করেছে। ১৫ হাজার টাকার চাকরি ছেড়ে সোনারপুরে ১১ নম্বর ওয়ার্ডে ভ্যাকসিন সেন্টারে কোঅর্ডিনেটর হিসাবে কাজ করছিল। সেখান থেকেই প্রতিদিন নির্ধারিত সময়ে টিকাকরণ শেষ হয়ে যাওয়ার পর ওই যুবক কোভিশিল্ডের ভায়েল সরিয়ে ফেলত বলে অভিযোগ। এরপর সেসব দিয়ে কোথাও ক্যাম্প আবার কোনও জায়গায় বাড়ি গিয়ে টিকা দেওয়ার কাজ শুরু করে সে। গত এক মাসে অন্তত ৩০-৪০ জনকে ভ্যাকসিন দিয়েছে মিঠুন। টিকার বিনিময়ে কারও কাছ থেকে নিয়েছে ৩০০ আবার কারও কাছ থেকে নিয়েছে ৪০০ টাকা।

সোনারপুর থানার পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, স্থানীয় এক এজেন্টের মাধ্যমে বেআইনিভাবে টিকা দেওয়ার কাজ করছিল মিঠুন। ওই এজেন্টের খোঁজ চলছে।

আরও পড়ুন:উচ্চমাধ্যমিকের ফলে অসন্তোষ, বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version