Thursday, August 21, 2025

উচ্চমাধ্যমিকে অপ্রত্যাশিত ফল আসার ফলে গতকাল রাজ্যজুড়ে ছাত্র আন্দোলনে উত্তাল ছিল রাজ্যের বিভিন্ন বিদ্যালয় । ছাত্র-ছাত্রীদের অভিযোগ পরীক্ষা হলে আরো ভালো ফলাফল করা যেত । সেই অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পথ অবরোধ আবার কেউ শিক্ষক-শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছে। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের ফল আশানুরূপ না হওয়ায় দিনহাটার বিভিন্ন স্কুলে দিনভর বিক্ষোভ অবরোধ চলল।

অধিকাংশ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে আন্দোলন তুলে নেওয়া গেলেও বেশ কয়েকটি বিদ্যালয় আন্দোলন চলে গভীর রাত পর্যন্ত।ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত পদমতি ইউনিয়ন রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ছাত্র আন্দোলনে উত্তাল ছিল গতকাল । ঘটনাস্থলে ময়নাগুড়ি থানা আইসি ও ব্লকের বিডিও এবং শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের নিয়ে বারবার বসার চেষ্টা করলেও সমাধানসূত্র বের হয়নি । অবশেষে রাত দশটা নাগাদ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেখা করার আশ্বাস দেওয়ায় আন্দোলন তুলে নেওয়া হয় । সেই মত আজ জলপাইগুড়ি রোড স্টেশনে ময়নাগুড়ি ব্লকের বিডিও, ময়নাগুড়ি থানার আইসি এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে ছাত্রছাত্রীরা দেখা করে তাদের পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার জন্য আবেদন পত্র জমা দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীকে ।

এ বিষয়ে পদমতি ইউনিয়ন রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নীলোৎপল সাহা জানান এমন অনেক ছাত্র-ছাত্রী রয়েছে যারা হয়তোবা পরীক্ষা দিলে উর্ত্তীন্ন হতো কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী তারা অকৃতকার্য হয়েছে, আমরা সব সময় ছাত্র-ছাত্রীদের সাথে রয়েছি আজ আমরা শিক্ষা প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ করলাম বিষয়টি বিবেচনা করার জন্য । রাজ্যের শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী জানান করোনাকালে উচ্চমাধ্যমিকে মূল্যায়নের নিয়ম করা হয়েছে বিক্ষিপ্ত কিছু জায়গায় তা নিয়ে কিছু সমস্যা হয়েছে । আমাকে দাবি পত্র দেওয়া হল এবং রিভিউ এর জন্য আবেদন করা হলো বিষয়টি আমরা খতিয়ে দেখছি ।

অন্যদিকে আজও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বিক্ষোভের চিত্র দেখা গিয়েছে সে বিষয়ে মন্ত্রী জানান আজ শনিবার এবং আগামীকাল রবিবার তাই সোমবারের আগে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয় ।

অন্যদিকে আশাপুরুপ ফল না হওয়ায় বিক্ষোভ চলল দিনহাটা হাইস্কুলে। উচ্চ মাধ্যমিক স্কুল পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় দিনহাটার বামন হাট উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের অভিযোগ স্কুল কর্তৃপক্ষ অ্যাসাইনমেন্টের নম্বর কম দিয়েছে এর ফলে ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, তাদের ভবিষ্যত নিয়ে স্কুল কতৃপক্ষ একেবারেই সজাগ নন। একাদশ শ্রেনীর মার্কশিট দেখতে চেয়ে অভিভাবক ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখালেও তাতে রাজি হয়নি স্কুল কতৃপক্ষ। এমনকি তাদের বলা হয়েছে মার্কশিটের কোনো কপি স্কুলের কাছে নেই। একারনেই স্কুলের গেটে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। বিক্ষোভ সামাল দিতে যখন দিনহাটা থানার পুলিশ আসে তখন তাদের সামনেও অভিভাবকরা বিক্ষোভ দেখান। যদিও স্কুল কতৃপক্ষ জানায় এব্যাপারে ছাত্র অভিভাবকদের সাথে আলোচনা করে সমস্যা মেটানো হবে৷

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version