Sunday, November 2, 2025

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

Date:

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)। ঘটনায় আহত হয়েছেন প্রবীণ আইনজীবীও। পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) মামলার রুজু করা হয়েছে। তবে, বিধাননগরের ডেপুটি পুলিশ কমিশনার অনীশ সরকার জানান, ঘটনায় আক্রান্ত পুলিশও। দু তরফেই অভিযোগ দায়ের হয়েছে।

সল্টলেকের (Salt Lake) এ কে ব্লকে প্রাক্তন বিচারপতি রণেন্দ্র নারায়ণ রায়ের ছেলে মনুজেন্দ্র নারায়ণ রায় ও তাঁর ছেলে সৌরীন্দ্র নারায়ণ রায়ের মধ্যে বুধবার রাত সাড়ে দশটার পরে বাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ি নিয়ে আসা নিয়ে কথা হচ্ছিল। গাড়ির দিকে যাওয়ার সময় হঠাৎ সাদা পোশাকে থাকা দুই ব্যক্তি সৌরীন্দ্রকে ধরে  জিজ্ঞাসাবাদ শুরু করেন। কিন্তু তাঁরা নিজেদের পরিচয় দেননি। কারণ জিজ্ঞাসা করলে অকারণে ভয় দেখিয়ে হঠাৎ আক্রমণ শুরু হয় বলে অভিযোগ। সৌরীন্দ্রর অভিযোগ, তাঁকে ঘুষি মেরে গলা চেপে ধরা হয়। মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। এরপরই ASI তুষার চন্দ্র কুমার তাঁকে মাটিতে ফেলে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকেন। মনুজেন্দ্র ঘটনাস্থলে পৌঁছে ছেলেকে বাঁচাতে গেলে তিনিও হামলার শিকার হন। অভিযোগ, তাঁকেও লাথি মেরে ফেলে দেওয়া হয়। হামলায় তাঁর বাঁ দিকের পেলভিক হাড়ে চিড় ধরা পড়েছে। তিনি সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসধীন।

এর পরেই হোম সেক্রেটারি, পুলিশ কমিশনার ও বিধাননগর ইস্ট থানায় লিখিত অভিযোগ জানান সৌরীন্দ্র। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবারই দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে।

এই বিষয়ে বিধাননগরের ডেপুটি পুলিশ কমিশনার অনীশ সরকার জানান, সল্টলেকে অনেক চুরির ঘটনার অভিযোগ পাওয়া যায়। সেই কারণে পুলিশি চেকিং চলে। সন্দেহভাজন কাউকে দেখলে তাঁকে জিজ্ঞাসাবাদ করার অধিকার কর্তব্যরত পুলিশ কর্মীর আছে। সেই মতোই জিজ্ঞাসাবাদ করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত চলছে।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version