Sunday, August 24, 2025

ভ্যাকসিন চুরি করে বেআইনি ক্যাম্প চালানোর অভিযোগে সোনারপুরে গ্রেফতার স্বাস্থ্যকর্মী

Date:

কসবার (Kasba) ভুয়ো IAS দেবাঞ্জন দেবে (Debanjan Deb) কাণ্ডের ছায়া। ফের বেআইনি ভ্যাকসিন (Vaccine) ক্যাম্প চালানোর ঘটনা সামনে এলো। এবার ঘটনা দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের (Sonarpur) রূপনগর এলাকার। ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজন করায় গ্রেফতার রাজপুর-সোনারপুর পৌরসভার এক স্বাস্থ্যকর্মী। অভিযোগ, সোনারপুরে ভ্যাকসিন চুরি করে রীতিমতো ক্যাম্প খুলে তা বিক্রি করছিল অভিযুক্ত স্বাস্থ্যকর্মী। অভিযুক্তের নাম মিঠুন মন্ডল। তিনি পেশায় একজন ফার্মাসিস্ট।

জানা গিয়েছে, রাজপুর-সোনারপুর পৌরসভার একটি সফট সেন্টারের কর্মরত মিঠুন ভ্যাকসিন সরিয়ে বিভিন্ন এলাকায় ক্যাম্প করে টিকা দেওয়ার কাজ করছিল। টিকা নিয়েছিলেন ৩৫ থেকে ৪০ জন ব্যক্তি। তার মধ্যে অনেকেই কোন মেসেজ বা সার্টিফিকেট না পাওয়ায় বিষয়টি থানায় জানিয়েছিলেন। পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ধৃত মিঠুন মণ্ডল এর আগে ডায়মন্ড হারবার থানার পঞ্চগ্রাম প্রাইমারি হেলথ সেন্টারের ফার্মাসিস্ট ছিল। সে মশাট সাবসেন্টারের ভ্যাকসিন কোঅর্ডিনেটর হিসেবে কাজও করেছে। ১৫ হাজার টাকার চাকরি ছেড়ে সোনারপুরে ১১ নম্বর ওয়ার্ডে ভ্যাকসিন সেন্টারে কোঅর্ডিনেটর হিসাবে কাজ করছিল। সেখান থেকেই প্রতিদিন নির্ধারিত সময়ে টিকাকরণ শেষ হয়ে যাওয়ার পর ওই যুবক কোভিশিল্ডের ভায়েল সরিয়ে ফেলত বলে অভিযোগ। এরপর সেসব দিয়ে কোথাও ক্যাম্প আবার কোনও জায়গায় বাড়ি গিয়ে টিকা দেওয়ার কাজ শুরু করে সে। গত এক মাসে অন্তত ৩০-৪০ জনকে ভ্যাকসিন দিয়েছে মিঠুন। টিকার বিনিময়ে কারও কাছ থেকে নিয়েছে ৩০০ আবার কারও কাছ থেকে নিয়েছে ৪০০ টাকা।

সোনারপুর থানার পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, স্থানীয় এক এজেন্টের মাধ্যমে বেআইনিভাবে টিকা দেওয়ার কাজ করছিল মিঠুন। ওই এজেন্টের খোঁজ চলছে।

আরও পড়ুন:উচ্চমাধ্যমিকের ফলে অসন্তোষ, বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version