Wednesday, November 12, 2025

ভ্যাকসিন চুরি করে বেআইনি ক্যাম্প চালানোর অভিযোগে সোনারপুরে গ্রেফতার স্বাস্থ্যকর্মী

Date:

কসবার (Kasba) ভুয়ো IAS দেবাঞ্জন দেবে (Debanjan Deb) কাণ্ডের ছায়া। ফের বেআইনি ভ্যাকসিন (Vaccine) ক্যাম্প চালানোর ঘটনা সামনে এলো। এবার ঘটনা দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের (Sonarpur) রূপনগর এলাকার। ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজন করায় গ্রেফতার রাজপুর-সোনারপুর পৌরসভার এক স্বাস্থ্যকর্মী। অভিযোগ, সোনারপুরে ভ্যাকসিন চুরি করে রীতিমতো ক্যাম্প খুলে তা বিক্রি করছিল অভিযুক্ত স্বাস্থ্যকর্মী। অভিযুক্তের নাম মিঠুন মন্ডল। তিনি পেশায় একজন ফার্মাসিস্ট।

জানা গিয়েছে, রাজপুর-সোনারপুর পৌরসভার একটি সফট সেন্টারের কর্মরত মিঠুন ভ্যাকসিন সরিয়ে বিভিন্ন এলাকায় ক্যাম্প করে টিকা দেওয়ার কাজ করছিল। টিকা নিয়েছিলেন ৩৫ থেকে ৪০ জন ব্যক্তি। তার মধ্যে অনেকেই কোন মেসেজ বা সার্টিফিকেট না পাওয়ায় বিষয়টি থানায় জানিয়েছিলেন। পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ধৃত মিঠুন মণ্ডল এর আগে ডায়মন্ড হারবার থানার পঞ্চগ্রাম প্রাইমারি হেলথ সেন্টারের ফার্মাসিস্ট ছিল। সে মশাট সাবসেন্টারের ভ্যাকসিন কোঅর্ডিনেটর হিসেবে কাজও করেছে। ১৫ হাজার টাকার চাকরি ছেড়ে সোনারপুরে ১১ নম্বর ওয়ার্ডে ভ্যাকসিন সেন্টারে কোঅর্ডিনেটর হিসাবে কাজ করছিল। সেখান থেকেই প্রতিদিন নির্ধারিত সময়ে টিকাকরণ শেষ হয়ে যাওয়ার পর ওই যুবক কোভিশিল্ডের ভায়েল সরিয়ে ফেলত বলে অভিযোগ। এরপর সেসব দিয়ে কোথাও ক্যাম্প আবার কোনও জায়গায় বাড়ি গিয়ে টিকা দেওয়ার কাজ শুরু করে সে। গত এক মাসে অন্তত ৩০-৪০ জনকে ভ্যাকসিন দিয়েছে মিঠুন। টিকার বিনিময়ে কারও কাছ থেকে নিয়েছে ৩০০ আবার কারও কাছ থেকে নিয়েছে ৪০০ টাকা।

সোনারপুর থানার পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, স্থানীয় এক এজেন্টের মাধ্যমে বেআইনিভাবে টিকা দেওয়ার কাজ করছিল মিঠুন। ওই এজেন্টের খোঁজ চলছে।

আরও পড়ুন:উচ্চমাধ্যমিকের ফলে অসন্তোষ, বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা

 

Related articles

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...
Exit mobile version