Monday, May 12, 2025

টোকিওয় প্রথম পদক জয়ী চানু: শুভেচ্ছা কোবিন্দ-মোদি-মমতা-ধনকড়ের

Date:

Share post:

শনিবার টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics ) প্রথম পদক পেল ভারত( india)।  ভারোত্তলনে দ্বিতীয় হয়ে ভারতকে রুপোর পদক এনে দিলেন মীরাবাই চানু( mirabai chanu)। আর রুপোক পদক পেতে শুভেচ্ছা বার্তায় ভেসে পড়েন মীরাবাই চানু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister narendra modi)  , মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়( chief minister mamata banerjee) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ( president ramnath kovind) , প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর( sachin tendulkar) থেকে শুরু ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী( sunil chhetri) টুইটারে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মীরাবাই চানুকে।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ‘ভারোত্তোলনের মাধ্যমে দেশকে প্রথম পদক এনে দেওয়ার জন্য তোমাকে অনেক অভিনন্দন মীরাবাই চানু। তুমি আরও এগিয়ে যাও। ”

মীরাবাই চানু রুপো পদক পেতেই টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “এর চেয়ে ভাল শুরু হতেই পারে না। মীরাবাই চানু তোমার জন্য গোটা দেশ গর্বিত। টোকিও অলিম্পিক্সে রুপো পদক জেতার জন্য তোমাকে অভিনন্দন জানাই। তোমার সাফল্য গোটা দেশের সাধারণ মানুষকে উজ্জীবিত করবে।”

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় টুইটারে লেখেন, “টোকিও অলিম্পিক্সে রুপো জয়ী মীরাবাই চানুকে অনেক অভিনন্দন। তুমি আমাদের সবাইকে গর্বিত করেছ। তোমার কৃতিত্ব সবাইকে প্রেরণা জোগাবে।”

মীরাবাই চানুর রুপোর পদক জয়ের জন‍্য অভিনন্দন জানান রাজ‍্যপাল জগদীপ ধনকড়। তিনি টুইটারে লেখেন,” দারুণ শুরু। অসাধারণ প‍্যারফরমেন্স। অনেক অভিনন্দন মীরাবাই চানুকে। ওর জয় দেশকে প্রেরণা জোগাবে।”

সচিন তেন্ডুলকর টুইটারে লেখেন,” সত‍্যি অসাধারণ। চোটের পরেও নিজেকে যেভাবে ফিরিয়ে এনেছ তা এক কথায় অসাধারণ।”

ভারতীয় দলের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী লেখেন,” অলিম্পিক্সে তুমি দেশকে গর্বে ভরিয়ে দিয়েছ। ”

টুইট করে মীরাবাই চানুকে অভিনন্দন জানান হিমা দাস ও। তিনি লেখেন,” অনেক অভিনন্দন তোমাকে। তোমার জন‍্য গর্ববোধ করছি।”

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু মনপ্রীতদের

 

spot_img

Related articles

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...