টোকিওয় প্রথম পদক জয়ী চানু: শুভেচ্ছা কোবিন্দ-মোদি-মমতা-ধনকড়ের

শনিবার টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics ) প্রথম পদক পেল ভারত( india)।  ভারোত্তলনে দ্বিতীয় হয়ে ভারতকে রুপোর পদক এনে দিলেন মীরাবাই চানু( mirabai chanu)। আর রুপোক পদক পেতে শুভেচ্ছা বার্তায় ভেসে পড়েন মীরাবাই চানু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister narendra modi)  , মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়( chief minister mamata banerjee) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ( president ramnath kovind) , প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর( sachin tendulkar) থেকে শুরু ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী( sunil chhetri) টুইটারে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মীরাবাই চানুকে।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ‘ভারোত্তোলনের মাধ্যমে দেশকে প্রথম পদক এনে দেওয়ার জন্য তোমাকে অনেক অভিনন্দন মীরাবাই চানু। তুমি আরও এগিয়ে যাও। ”

মীরাবাই চানু রুপো পদক পেতেই টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “এর চেয়ে ভাল শুরু হতেই পারে না। মীরাবাই চানু তোমার জন্য গোটা দেশ গর্বিত। টোকিও অলিম্পিক্সে রুপো পদক জেতার জন্য তোমাকে অভিনন্দন জানাই। তোমার সাফল্য গোটা দেশের সাধারণ মানুষকে উজ্জীবিত করবে।”

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় টুইটারে লেখেন, “টোকিও অলিম্পিক্সে রুপো জয়ী মীরাবাই চানুকে অনেক অভিনন্দন। তুমি আমাদের সবাইকে গর্বিত করেছ। তোমার কৃতিত্ব সবাইকে প্রেরণা জোগাবে।”

মীরাবাই চানুর রুপোর পদক জয়ের জন‍্য অভিনন্দন জানান রাজ‍্যপাল জগদীপ ধনকড়। তিনি টুইটারে লেখেন,” দারুণ শুরু। অসাধারণ প‍্যারফরমেন্স। অনেক অভিনন্দন মীরাবাই চানুকে। ওর জয় দেশকে প্রেরণা জোগাবে।”

সচিন তেন্ডুলকর টুইটারে লেখেন,” সত‍্যি অসাধারণ। চোটের পরেও নিজেকে যেভাবে ফিরিয়ে এনেছ তা এক কথায় অসাধারণ।”

ভারতীয় দলের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী লেখেন,” অলিম্পিক্সে তুমি দেশকে গর্বে ভরিয়ে দিয়েছ। ”

টুইট করে মীরাবাই চানুকে অভিনন্দন জানান হিমা দাস ও। তিনি লেখেন,” অনেক অভিনন্দন তোমাকে। তোমার জন‍্য গর্ববোধ করছি।”

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু মনপ্রীতদের