১) টোকিও অলিম্পিক্সে ভারতের প্রথম পদক। ভারোত্তলনে রুপো জয় মীরাবাই চানুর।

২) টোকিও অলিম্পিক্সে প্রথম রাউন্ডে ইজরায়েলের পলিকারপভা সেনীয়াকের বিরুদ্ধে জয় দিয়ে শুরু ভারতের তারকা শাটলার পিভি সিন্ধুর।

৩) প্রথম পদক জয়ী মীরাবাই চানুকে শুভেচ্ছা রাষ্ট্রপতি,মোদি, মমতার,অভিনন্দন জানালেন সচিন, সুনীলরা।

৪) কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে ডারহ্যামে ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন ঋদ্ধিমান সাহা,অভিমন্যু ঈশ্বরণ এবং ভরত অরুণরা।


৫) টোকিও অলিম্পিক্সে টেবিল টেনিসে প্রথম পর্বে পিছিয়ে থেকেও দুরন্ত জয় বঙ্গতনয়া সুতীর্থা মুখোপাধ্যায়ের। প্রথম পর্বে তিনি হারালেন সুইডেনের লিন্ডা বার্গস্ট্রোমকে।


৬) টোকিও অলিম্পিক্সে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু ভারতের হকি দলের। প্রথম ম্যাচে তারা হারল নিউজিল্যান্ডকে। ম্যাচের ফলাফল ৩-২।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ
