Monday, May 5, 2025

মুখ্যমন্ত্রীকে ‘বহিরাগত’ তোপ বার্লার সমর্থক কেএলও প্রধানের, ইউএপিএ ধারায় মামলা দায়ের

Date:

সম্প্রতি বাংলা ভাগের দাবিতে সরব হওয়া বিজেপি(BJP) সাংসদ জন বার্লার(John Barla) দাবিকে সমর্থন করেছিলেন কামতাপুরী লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও–এর প্রধান জীবন সিং(Jiban Singh)। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) বহিরাগত বলে ভিডিও বার্তা প্রকাশ করলেন তিনি। যার জেরেই কেএলও প্রধানের(KLO chief) বিরুদ্ধে ইউএপিএ(UAPA) ধারায় মামলা দায়ের করল রাজ্য সরকার।

গোপন ডেরা থেকে জারি করা এক ভিডিও বার্তায় কেএলও প্রধান জানিয়েছেন, ভারত স্বাধীন হওয়ার আগে ও পরে কোচ সাম্রাজ্য স্বাধীন রাজ্য ছিল। পরে ভারতের সঙ্গে যুক্ত হয় এই ভূখণ্ড। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে সেখানকার ভয়ংকর পরিস্থিতির কারণে পূর্ববঙ্গের বাঙালিরা এখানে আশ্রয় নিয়েছিলেন। এর পাশাপাশি ভিডিওতে তিনি বলেন, পৃথক রাজ্য করা হলে বহিরাগত সরকারের নির্যাতন থেকে মানুষ মুক্তি পাবে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বাংলা ভাগের ষড়যন্ত্রকারী এই নেতার বিরুদ্ধে বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় দায়ের মামলা।

আরও পড়ুন:ড্রোন হানা : সেক্টর কমান্ডার লেভেল বৈঠকে পাকিস্তানকে তুলোধনা করল ভারত

উল্লেখ্য, উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে সম্প্রতি সরব হতে দেখা গিয়েছে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে। কেন্দ্রীয় মন্ত্রীর এহেন দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন কেএলও প্রধান জীবন সিং। শুধু তাই নয়, সম্প্রতি কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ও প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনকে খুন করার হুমকিও দেন তিনি। জানা গিয়েছে, বর্তমানে মায়ানমারে আত্মগোপন করে থাকা ওই নেতার বিরুদ্ধে এর আগেও ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়েছে।

 

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version