Wednesday, November 12, 2025

মুখ্যমন্ত্রীকে ‘বহিরাগত’ তোপ বার্লার সমর্থক কেএলও প্রধানের, ইউএপিএ ধারায় মামলা দায়ের

Date:

সম্প্রতি বাংলা ভাগের দাবিতে সরব হওয়া বিজেপি(BJP) সাংসদ জন বার্লার(John Barla) দাবিকে সমর্থন করেছিলেন কামতাপুরী লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও–এর প্রধান জীবন সিং(Jiban Singh)। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) বহিরাগত বলে ভিডিও বার্তা প্রকাশ করলেন তিনি। যার জেরেই কেএলও প্রধানের(KLO chief) বিরুদ্ধে ইউএপিএ(UAPA) ধারায় মামলা দায়ের করল রাজ্য সরকার।

গোপন ডেরা থেকে জারি করা এক ভিডিও বার্তায় কেএলও প্রধান জানিয়েছেন, ভারত স্বাধীন হওয়ার আগে ও পরে কোচ সাম্রাজ্য স্বাধীন রাজ্য ছিল। পরে ভারতের সঙ্গে যুক্ত হয় এই ভূখণ্ড। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে সেখানকার ভয়ংকর পরিস্থিতির কারণে পূর্ববঙ্গের বাঙালিরা এখানে আশ্রয় নিয়েছিলেন। এর পাশাপাশি ভিডিওতে তিনি বলেন, পৃথক রাজ্য করা হলে বহিরাগত সরকারের নির্যাতন থেকে মানুষ মুক্তি পাবে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বাংলা ভাগের ষড়যন্ত্রকারী এই নেতার বিরুদ্ধে বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় দায়ের মামলা।

আরও পড়ুন:ড্রোন হানা : সেক্টর কমান্ডার লেভেল বৈঠকে পাকিস্তানকে তুলোধনা করল ভারত

উল্লেখ্য, উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে সম্প্রতি সরব হতে দেখা গিয়েছে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে। কেন্দ্রীয় মন্ত্রীর এহেন দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন কেএলও প্রধান জীবন সিং। শুধু তাই নয়, সম্প্রতি কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ও প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনকে খুন করার হুমকিও দেন তিনি। জানা গিয়েছে, বর্তমানে মায়ানমারে আত্মগোপন করে থাকা ওই নেতার বিরুদ্ধে এর আগেও ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়েছে।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version