Wednesday, November 12, 2025

দার্জিলিঙের পাহাড়-সমতলে করোনার প্রকোপ, ২দিনে আক্রান্ত শতাধিক 

Date:

সারা রাজ্যে (West Bengal) এবং দেশেও করোনার সংক্রমণ নিয়ন্ত্রিত (coronavirus pandemic) হয়েছে। কিন্তু উত্তরবঙ্গে (North Bengal) করোনার প্রকোপ বাড়ছে। সংক্রমণ ছড়াচ্ছে। প্রধানত দার্জিলিং(Darjeeling district) জেলায়। শনিবার থেকে রবিবার দুপুরের মধ্যে দার্জিলিঙের পাহাড় ও সমতলে করোনা পজিটিভের (corona positive) সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার দার্জিলিঙের জ্ঞানমিত লেপচা (৫৯) উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দার্জিলিং জেলার অন্তত ৫০ জন চিকিৎসাধীন। পাহাড়ের হাসপাতালেও ২০ জন করোনা রোগী-রোগিণী রয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রের দাবি।

এই অবস্থায় কোভিড বিধি মেনে চলার জন্য স্বাস্থ্য দফতর ও জেলা পুলিশ-প্রশাসন বারবার আর্জি জানাচ্ছে। নানা নিষেধাজ্ঞার পরেও মাস্ক থুতনিতে ঝুলিয়ে কিছু নাগরিকদের হাটে-বাজারে দেখা যাচ্ছে। উপরন্তু, রাতে ৯টার পরেও পানশালা, রেস্তোঁরা চুপিসাড়ে খোলা রাখার অভিযোগ রয়েছে। দার্জিলিং পাহাড় ও শিলিগুড়ির সমতল এলাকার বেশ কয়েকটি এলাকায় রাত ১১টা অবধি ভাতের হোটেল, মোমোর দোকান, চপ-তেলেভাজার দোকান চলছে বলে অভিযোগ।

বাসিন্দাদের অভিযোগ, শহরের অলিগলিতে পুলিশ টহল বাড়ালে রাতে নানা স্টল ও খাবারের দোকান ৯টার মধ্যে বন্ধ হতে পারে। তা হলে করোনার সংক্রণ নিয়ন্ত্রণে আসতে পারে।

তবে দার্জিলিঙে করোনা প্রকোপ কিছুটা বাড়লেও মালদহে খুবই কম। মালদহে গত দুদিনে ৪ জনেরও বেশি করোনা পজিটিভ রোগী মেলেনি। তবে উত্তরবঙ্গবাসীদের পক্ষ থেকে পর্যাপ্ত টিকা সরবরাহ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হচ্ছে রোজই।

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...
Exit mobile version