এ যে সর্ষের মধ্যেই ভূত, তা কে জানতো!
আইনের চোখে ধুলো দিলেন স্বয়ং আইনজীবী। যা জানাজানি হতেই তাজ্জব সবাই । ঘটনাটি কেরলের আলাপ্পুঝারের।
জানা গিয়েছে , আলাপ্পুঝার আদালতে প্রায় দুবছর ধরে ওই মহিলা দিব্যি আইনজীবী সেজে কর্মরত ছিলেন। এমনকি বার অ্যাসোসিয়েশনের ভোটেও জয়ী হয়েছিলেন ওই মহিলা। ২৭ বছর বয়সী ওই মহিলার নাম শেসি জেভিয়ার।

“লাইভ ল”-এর তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ওই মহিলা বার অ্যাসোসিয়েশনকে বোঝাতে পেরেছিলেন যে, এক জনপ্রিয় আইনজীবীর অধীনে তিনি জুনিয়র আইনজীবী হিসাবে আলাপ্পুঝার আদালতে কাজ করেন।২০১৯ সালে ওই মহিলা বার অ্যাসোসিয়েশনে নিজের নাম নথিভুক্ত করেন। তবে দুবছর পার হলেও সেই পর্দা ফাঁস হওয়ায় বার অ্যাসোসিয়েশন রীতিমতো অস্বস্তিতে।

ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে । বার অ্যাসোসিয়েশনের কাছে অজানা ঠিকানা থেকে বেনামে একটি চিঠি আসে। সেখানে লেখা ছিল, ওই মহিলা কোনও ডিগ্রি ছাড়াই দুবছর ধরে আইনজীবীর কাজ করে যাচ্ছেন। ঘটনাটি জানা মাত্রই তদন্তে নামে বার অ্যাসোসিয়েশন। তবে মহিলার বিরুদ্ধে যে জোরকদমে তদন্তে নেমেছে বার অ্যাসোসিয়েশন, এই বিষয় জানতে পেরেই গা ঢাকা দিয়েছেন তিনি। মহিলার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রশাসনের আধিকারিকরাও।
