Sunday, November 9, 2025

বেআইনি অস্ত্রের লাইসেন্স, সিবিআই – নজরে উপত্যকার একাধিক জেলাশাসক

Date:

জম্মু কাশ্মীর উপত্যকায় (Jammu Kashmir valley) বেআইনি অস্ত্রের (illegal rifles) লাইসেন্স পাইয়ে দেওয়ার রমরমা ব্যবসার দিকে এবার নজর সিবিআইয়ের। জানা গিয়েছে, বেআইনি অস্ত্রের ডিলারদের সঙ্গে গভীর যোগসাজশ ছিল কাশ্মীরের একাধিক জেলাশাসকের। মূলত তাদের মাধ্যমে বেআইনি অস্ত্রের লাইসেন্স পাইয়ে দেওয়া হতো। ২০১২ সাল থেকে এই বেআইনি কারবার রমরমিয়ে চলছে। শনিবার গোটা জম্মু কাশ্মীর উপত্যকায় জুড়ে দিনভর তল্লাশি চালানোর পর এমনটাই জানিয়েছে সিবিআই আধিকারিকরা। টাকার বিনিময়ে এই জেলাশাসকেরা ২.৭৮ লক্ষ বন্দুকের লাইসেন্স পাইয়ে দিয়েছেন বলে সিবিআইআই সূত্রে খবর। মনে করা হচ্ছে ভারতে সম্ভবত এটাই বেআইনি অস্ত্রের লাইসেন্স সংক্রান্ত সবথেকে বড় দুর্নীতি।

 

এদিন যতজন উচ্চপদাধিকারীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন আইএএস অফিসার শহিদ ইকবাল চৌধুরী ও নীরজ কুমার। কাশ্মীরের ছটি জেলায় জেলাশাসক হিসেবে কাজ করেছেন এই নীরজ কুমার। সিবিআই জানিয়েছে ওই অফিসারদের বাড়ি থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি, তবে বেশ কিছু ক্ষেত্রে অনিয়মের কথা স্বীকার করেছেন তাঁরা। অন্তত ৩০০০ লাইসেন্স বেআইনিভাবে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে

এই দুর্নীতিতে বিজেপির দিকে আঙুল তুলেছে বিরোধীরা। অভিযোগ, গত কয়েক বছর ধরে এই দুর্নীতি চাপা দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি। যদিও, সিবিআই তল্লাশিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছে বিজেপি। দেশ জুড়ে চলা বেআইনি অস্ত্র কেলেঙ্কারির চক্রকে হাতেনাতে ধরার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে গেরুয়া শিবির।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version