Sunday, August 24, 2025

গোপন আলমারির হদিশ, পর্নকাণ্ডে আরও বিপাকে কুন্দ্রা; মামলা করবে ইডিও!

Date:

পর্নকাণ্ডে আরও বিপাকে রাজ কুন্দ্রা। পর্নকাণ্ডে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, দাবি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। রাজ কুন্দ্রার ৪ জন কর্মী সাক্ষী হতেও তৈরি, জানা গিয়েছে পুলিশ সূত্রে। রাজ কুন্দ্রা সম্পর্কে বহু তথ্য ক্রাইম ব্রাঞ্চকে দিয়েছেন ওই ৪ জন কর্মী। কীভাবে পর্ন চক্র চলত বিস্তারিত তথ্য হাতে এসেছে, দাবি মুম্বই পুলিশ সূত্রের।  এদিকে কুন্দ্রার বিরুদ্ধে মামলা করার তোড়জোড় ইডির ।

পর্নোগ্রাফি মামলায় ব্যবসায়ী রাজ কুন্দ্রার (Raj Kundra Porn Case) সঙ্গে আরও কতটা, কার কার এবং কীভাবে যোগ রয়েছে তা মুম্বই ক্রাইম ব্রাঞ্চের(Mumbai Crime Branch) টিম দ্রুত তদন্ত করছে। শিল্পা শেট্টির(Shilpa Shetty) স্বামীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে যা পুলিশের যুক্তি আরও জোরদার করছে। এই ঘটনায় তদন্ত করতে গিয়ে রাজ কুন্দ্রা অফিসের দেয়াল থেকে একটি ‘লুকানো আলমারি’ (Hidden cupboard in Raj Kundra office)খুঁজে পেয়েছে তদন্তকারী দল। এই আলমারি থেকে পুলিশের হাতে অনেকগুলি ফাইল এসেছে, যার থেকে বেশ কিছু গোপন তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ৷
পুলিশ আবারও মুম্বইয়ের অন্ধেরিতে রাজ কুন্দ্রার ভিয়ান (Viaan) এবং জেএল স্ট্রিম (JL Stream) অফিসে অভিযান চালায়। এই সময়, দেওয়ালে লুকানো একটি ‘গোপন আলমারি’ চোখে পড়ে তাদের৷ ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, আলমারি থেকে বেশ কয়েকটি ফাইল উদ্ধার করা হয়েছে, যার মধ্যে আর্থিক বিনিময় এবং ক্রিপ্টোকারেন্সির সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
এটি অনলাইন সুট্টা কারবারে এ সব তথ্য কাজে আসত কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ৷
রাজ কুন্দ্রা এইচএস অ্যাকাউন্ট, এইচএস অপারেশন এবং এইচএস টেকডাউন নামে তিনটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন। এগুলির উপরও চলছে তদন্ত৷
এর আগে শিল্পা ও রাজের জুহুর বাসভবনে পৌঁছে যায় তদন্তকারীরা৷ সেখানে অভিনেত্রী ও রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ যদিও পর্ন তৈরি নিয়ে স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন শিল্পা৷

 

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...
Exit mobile version