Wednesday, August 27, 2025

কাশী বিশ্বনাথ মন্দিরকে দেড় হাজার বর্গফুট জমি ছেড়ে দিল জ্ঞানভাপি মসজিদ কমিটি

Date:

কাশী বিশ্বনাথ মন্দিরকে মসজিদ সংলগ্ন ১ হাজার ৭০০ বর্গফুট জমি ছেড়ে দিল জ্ঞানভাপি মসজিদ কমিটি৷ আবার একই ভাবে মসজিদ কমিটিকেও ১ হাজার বর্গফুট জমি তুলে দেয় মন্দির কমিটি৷ কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের চিফ এক্সিগিউটিভ অফিসার সুনীল বর্মা জানিয়েছেন, ওই জমিটি ওয়াকফ বোর্ডের সম্পত্তি৷ জমিটি কিনে নেওয়া সম্ভব ছিল না৷ তাই ১ হাজার বর্গফুট জমি মসজিদ কমিটিকে দিয়ে দেওয়া হয়েছে৷ মসজিদ কমিটিকে দেওয়া জমির পরিমাণ কম হলেও দুটো প্লটের বাজারমূল্য প্রায় সমান৷

কাশী বিশ্বনাথ মন্দিরকে কেন্দ্র করে করিডর তৈরির কাজ চলছে৷ ২০১৯ সালে লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ব্যয়বহুল প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন৷ ১ হাজার কোটি টাকা ব্যয়ে সেখানে তৈরি হবে ২৪টি নতুন ভবন৷ রয়েছে কন্ট্রোল টাওয়ার তৈরির পরিকল্পনা৷ কন্ট্রোল টাওয়ার তৈরির জন্য মসজিদ সংলগ্ন জমি অধিগ্রহণের প্রয়োজন পড়ে৷ কিন্তু জমি অধিগ্রহণ সম্ভব হবে না বলে মসজিদ কমিটির সঙ্গে জমি বিনিময়ের সিদ্ধান্ত নেয় মন্দির ট্রাস্ট৷

মসজিদ কমিটির যুগ্ম সচিব জানিয়েছেন, কমিটির আওতায় তিনটি প্লট রয়েছে৷ একটি প্লটে দাঁড়িয়ে মসজিদ৷ দ্বিতীয় প্লট দিয়ে মন্দির ও মসজিদে যাতায়াত করে দুই সম্প্রদায়ের মানুষ৷ আরেকটি প্লটে পুলিশ কন্ট্রোল রুম তৈরি করে৷ বাবরি মসজিদ ধ্বংসের পর নিরাপত্তা বাড়াতে ওই কন্ট্রোল রুম তৈরি করেছিল পুলিশ৷ কাশী বিশ্বনাথ করিডরের জন্য ওই কন্ট্রোল রুম ভেঙে দেওয়া হয়েছে৷

তবে এই জমি বিনিময় প্রক্রিয়াতে বেশ জটিলতা দেখা দিয়েছিল৷ অযোধ্যার রামমন্দিরের মতো এখানেও জমি নিয়ে বিবাদ ছিল৷ এ নিয়ে বারাণসী আদালতে একাধিক পিটিশন দায়ের হয়৷ পিটিশনের বক্তব্যই ছিল, মন্দিরের জমিতে তৈরি হয়েছে মসজিদ৷ মুঘল সম্রাট ঔরঙ্গজেব কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙে মসজিদটি বানিয়েছিলেন৷ তাই জমি ফিরিয়ে হিন্দুদের ফিরিয়ে দিতে হবে৷ যার প্রেক্ষিতে গত এপ্রিল মাসে বারাণসী আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে জ্ঞানভাপী মসজিদে সমীক্ষার নির্দেশ দিয়েছিল৷ তবে শেষপর্যন্ত জমি বিনিময়ের মাধ্যমে সমাধান সূত্র মেলায় স্বস্তিতে সবাই ।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version